Hi-Guys ┈ ⋞ 〈〉 ⋟ ┈ i am 〈 Md Abdur Rauf 〉 Click On English

ইলেকট্রিক্যাল কাজে ব্যবহৃত হ্যান্ড টুলস সঠিক নাম ও কাজ।

হ্যান্ড টুলস এর তালিকা, হ্যান্ড টুলস কাকে বলে, হ্যান্ড টুলস কত প্রকার, ইলেকট্রিক হ্যান্ড টুলস এর পরিচিতি, টুলস, #tools, tools, যন্ত্রপাতি,

 


যে কোনো কাজে ব্যবহৃত  যন্ত্র পাতি হচ্ছে টুলস।

টুলস তিন ধরনের হয়ে থাকে: 

১, হ্যান্ড টুলস- Hand Tools

২, পাওয়ার টুলস Power Tools 

৩, মেজারিং টুলস Measuring Tools 

এই পর্বে আমরা আলোচনা করবো হ্যান্ড টুলস নিয়ে।

হ্যান্ড টুলস কি ?

হ্যান্ড টুলস হল হাত দিয়ে অপারেটিং করে যে টুলসের কার্য সম্পাদন করা হয় তাকে হ্যান্ড টুলস বলে ।

১। স্টার স্ক্র  ড্রাইভার- Star Screw Driver: ইহা একটি হ্যান্ড টুলস  যা দ্বারা স্টার আকৃতি যেকোনো স্ক্রুকে খোলাও লাগানোর কাজে ব্যবহৃত হয়।


২। ফ্ল্যাট স্ক্র  ড্রাইভার- Flat Screw Driver: ইলেকট্রিক কাজের জন্য একটি গুরুত্বপূর্ণ হ্যান্ড টুলস যা দ্বারা উডেন স্ক্র ও মেশিন স্ক্র খোলা ও লাগানোর কাজে ব্যবহার করা হয়।

৩। কমিলেশন প্লেয়ার- Combination Pliers: ইহা ইঞ্জিনিয়ারিং কাজে বেবহিত হ্যান্ড টুলস যা দ্বারা ক্যাবল কাটা, দোমরানো, মোসরানো, নাট খোলা ও লাগানোর কাজে ব্যবহৃত হয়।

৪। কাটিং প্লেয়ার- Cutting Pliers: ইলেকট্রিক্যাল ক্যাবল কাটা ও ক্যাবল ইন্সুলেশন রিমুভ করার কাজে ব্যাবহার করা হয়।

৫। নোস প্লেয়ার- Nose Pliers: কোনো সরু জায়গার নাট খোলা ও লাগানো ক্যাবল প্যাঁচানোর কাজে ব্যাবহার করা হয়।

৬। ওয়্যার স্টিপার- Wire Stripper: ইহা দ্বারা খুব সহজে যে কোন সাইজের ফ্লাক্সিবল ক্যাবলের ইন্সুলেশন রিমুভ করার কাজে ব্যাবহার করা হয়।

৭। ক্রিম্পিং প্লেয়ার- Crimping Pliers: ইলেট্রাইক্যাল ক্যাবলে লাগস পাঞ্চ কাজে ব্যবহার করা হয়।

৮। অ্যাডজাস্টেবল রেঞ্জ- Adjustable Range: টেকনিক্যাল কাজের জন্য গুরুত্বপূর্ণ হ্যান্ড টুলস এটি যা দ্বারা বিভিন্ন সাইজের নাট অ্যাডজাস্ট করে খোলা ও লাগানো যায় এই একটি টুলসের সাহায্যে।


৯। হেমার- Hammer: যে কোন শক্ত বস্তুকে ভাঙতে,যেকোনো বাকা মেটাল কে সোজা করতে ও কাঠের উপরে পেরেক ঢুকানো ইত্যাদি কাজে ব্যাবহার হয়।

১০। লিওন টেস্টার- Line tester: ইলেকট্রিক্যাল কাজের বড় হাতিয়ার হচ্ছে লিওন টেস্টের যা দিয়ে বিদ্যুতের উপস্থিতি নির্ণয় ও হালকা স্ক্র খোলা ও লাগানোযায়।

১১। এলেনকি- Allen key: বিশেষ ধরনের নাট বোল্ট খেলার ও লাগানোর  কাজে ব্যবহৃত হয়।

১২। স্পেনার- Ppanner: নিদৃষ্ট সাইজের নাট বোল্ট ফিটিং কাজে ব্যবহৃত হয় । 



2 comments

  1. কেমন আছেন সবাই
  2. আলহামদুলিল্লাহ