Hi-Guys ┈ ⋞ 〈〉 ⋟ ┈ i am 〈 Md Abdur Rauf 〉 Click On English

ইলেকট্রিক্যাল ওয়্যারিং কত প্রকার ও কি কি A -To-Z জেনে নেই।

ওয়্যারিং কী, হাউজ ওয়্যারিং কী, হাউজ ওয়্যারিং কত প্রকার ও কী কী, বৈদ্যুতিক ওয়্যারিং কী, কনসিল্ড কন্ডুইট ওয়্যারিং কী, সারফেস কন্ডুইট ওয়্যারিং কী

এই পর্বে আমরা ওয়্যারিং সম্পর্কে বিস্তারিত আলোচনা করবো প্রথমে আমরা জানবো ওয়্যারিং কী? বৈদ্যুতিক লোড গুলোকে বৈদ্যুতিক বিধিবদ্ধ মোতাবেক ক্যাবল, সুইচ এর মাধ্যমে উৎসের সাথে সংযোগ স্থাপন ও সুষম বন্টন কে ওয়্যারিং বলে ।

ওয়্যারিং তিন প্রকার যথা:--

১/ ওভারহেড ওয়্যারিং।

২/ আন্ডারগ্রাউন্ড ওয়্যারিং।

3/ অভ্যন্তরীন ওয়্যারিং।

ওভারহেড ওয়্যারিং কী?

➬ মাথার উপর দিয়ে ঝুলিয়ে যে ওয়্যারিং করা হয় তাকে ওভারহেড ওয়্যারিং বলে। সাধারণত পল্লীবিদ্যুৎ, পিডিবি সহ বাংলাদেশের সকল পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানিগুলো তাদের ট্রান্সমিশন ও ডিস্ট্রিবিউশন লাইনগুলো ওভারহেড ওয়্যারিং করে থাকে।

আন্ডারগ্রাউন্ড ওয়্যারিং কী?

➬ মাটির নিচে দিয়ে ক্যাবল টেনে যে ওয়্যারিং করা হয় তাকে আন্ডারগ্রাউন্ড ওয়্যারিং বলে।

অভ্যন্তরীণ ওয়্যারিং কী?

➬ অভ্যন্তরীণ অর্থ হচ্ছে ভিতরে অর্থাৎ কোনো বাড়ি বা ইন্ডাস্ট্রি এর ভিতরে যত ধরনের ওয়্যারিং করা হয়। তাকে অভ্যন্তরীন ওয়্যারিং বলে।

অভ্যন্তরীণ ওয়্যারিং দুই প্রকার যথা:--

১/ কনসিল্ড কন্ডুইট ওয়্যারিং।

২/ সারফেস কন্ডুইট ওয়্যারিং।

কনসিল্ড কন্ডুইট ওয়্যারিং কী?

➣ বাসা বাড়ি বা ইন্ডাস্ট্রির ইটের ভেতর দিয়ে যেসব ওয়্যারিং করা হয় যেগুলো বাহির থেকে দেখা যায় না তাকে কনসিল্ড কন্ডুইট বলে।

সারফেস কন্ডুইট ওয়্যারিং কী?

➣ যে সকল ওয়্যারিং বাহির থেকে দেখা যায় তাকে সারফেস কন্ডুইট ওয়্যারিং বলে।

সারফেস কন্ডুইট ওয়্যারিং কে আবার চার ভাগে ভাগ করা যায়।

১/ চ্যানেল ওয়্যারিং।

২/ ব্যাটেন ওয়্যারিং।

৩/ ক্যসিং ওয়্যারিং।

৪/ হূক ওয়্যারিং।

(ক) চ্যানেল ওয়্যারিং কী?

চ্যানেল এর ভিতর দিয়ে ক্যাবল টেনে যে ওয়্যারিং করা হয় তাকে চ্যানেল ওয়্যারিং বলে।

(খ) ব্যাটেন ওয়্যারিং কী?

কাঠ অথবা বাঁশের উপর দিয়ে ক্যাবল ঝুলিয়ে যে ওয়্যারিং করা হয় তাকে ব্যাটেন ওয়্যারিং বলে।

(গ) ক্যাসিং ওয়্যারিং কী?

ক্যাসিং এর ভিতর দিয়ে যে ওয়্যারিং করা হয় তাকে ক্যাসিং ওয়্যারিং বলে।

(ঘ) হূক ওয়্যারিং কী?

হুকের ভিতর ক্যাবল আটকিয়ে যে ওয়্যারিং করা হয় তাকে হূক ওয়্যারিং বলে।

4 comments

  1. Nice this post
  2. Very nice
  3. ABC licences কখন আবেদন করতে হয়
  4. Thank you so much 🙏