Hi-Guys ┈ ⋞ 〈〉 ⋟ ┈ i am 〈 Md Abdur Rauf 〉 Click On English

ইলেকট্রিক্যাল ভাইভা পরীক্ষার প্রস্তুতি পর্ব ০২

CT এর পূর্ণরূপ কী, PT এর পূর্ণরূপ কী, আর্থিং কী, লাইটনিং এরেস্টার কী, নিউট্রাল এবং আর্থিং এর মধ্যে পার্থক্য, বিদ্যুৎ আবিষ্কার করেন কে, নিউট্রাল কী

এই পর্বে আমরা আলোচনা করব ইলেকট্রিক্যাল ভাইভা পরীক্ষার কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং উত্তর নিয়ে। যেগুলো প্রতিনিয়ত ভাইভার প্রশ্ন গুলোর মধ্যে অন্যতম। আমাদের পোস্টগুলো আপনাদের কাছে কেমন লাগে তা অবশ্যই কমেন্টে মতামত জানাবেন।

১. প্রশ্নঃ বাসা বাড়িতে SDB বোর্ড কত ফিট উপরে বসাতে হয়?
উত্তরঃ ৪'৫" থেকে ৫'মধ্যে বসানো হয়।
২. প্রশ্নঃ সিলিং ফ্যান কত ফিট উপরে ঝুলাতে হয়?
উত্তরঃ সিলিং ফ্যান সাধারণত 8' থেকে 9' ফিট উপরে ঝুলাতে হয়।
৩. প্রশ্নঃ বাসা বাড়ির রেজিস্ট্যান্স কত হতে হবে?
উত্তরঃ বাসা বাড়ির রেজিস্ট্যান্স সর্বোচ্চ ৫ ওহম হতে পারে। ৫ ওহম এর চেয়ে বেশি রেজিস্টেন্স রাখা উচিত নয়।
৪. প্রশ্নঃ ইন্ডাস্ট্রিতে রেজিস্ট্যান্স কত হতে হবে?
উত্তরঃ ইন্ডাস্ট্রিতে রেজিস্ট্যান্স সর্বোচ্চ ১ ওহম হতে পারে এর ওপরে গেলে গ্রহণযোগ্য নয় তবে আমরা সবসময় চেষ্টা করব ১ ওহম নিচে রাখতে।
৫. প্রশ্নঃ CT এর পূর্ণরূপ কী?
উত্তরঃ C=Current. T=Transformer অর্থাৎ পূর্ণরূপ হচ্ছে (Current Transformer) কারেন্ট ট্রান্সফরমার।
৬. প্রশ্নঃ PT এর পূর্ণরূপ কী?
উত্তরঃ P=Potential. T=Transformer অর্থাৎ পূর্ণরূপ হচ্ছে (Potential Transformer) পটেলসিয়েল ট্রান্সফরমার।
৭. প্রশ্নঃ CT-PT কোথায় ব্যবহার করা হয়?
উত্তরঃ লো-রেঞ্জের মিটার দ্বারা হাই-রেঞ্জের কারেন্ট ও ভোল্টেজ পরিমাপ করতে সিটি পিটি ব্যবহার করা হয়।
৮. প্রশ্নঃ বাসা বাড়িতে বিদ্যুৎ হিসাব রাখার জন্য কী ধরনের মিটার ব্যবহার করা হয়?
উত্তরঃ বাসা বাড়িতে সাধারণত সিগেল ফেজ এনার্জি মিটার ব্যবহার করা হয়।
৯. প্রশ্নঃ লাইনে নিউট্রাল কেনো ব্যবহার করা হয়?
উত্তরঃ আমরা জানি একটি সার্কিট কাজ করতে দুইটি উপাদান লাগে ফেজ ও নিউট্রাল যদি কোনো লোডের ভিতর দিয়ে ফেজ নিউট্রাল ক্যাবলে প্রবেশ করে তখন লোড টি চালু হয়।
১০. প্রশ্নঃ বিদ্যুৎ আবিষ্কার করেন কে? উত্তরঃ মাইকেল ফ্যারাড সর্ব প্রথম বিদ্যুৎ আবিষ্কার করেন।
১১. প্রশ্নঃ আর্থিং কী?
উত্তরঃ অনাকাঙ্ক্ষিত বিদ্যুৎ কে মাটির নিচে প্রেরণ ব্যবস্থাকে আর্থিং বলে।
১২ প্রশ্নঃ নিউট্রাল এবং আর্থিং এর মধ্যে পার্থক্য কী? উত্তরঃ নিউট্রাল ক্যাবলে কোনো ভোল্টেজ থাকে না শুধু কারেন্ট থাকে। আর্থিং ক্যাবলে কারেন্ট ভল্টেজ কোনোটিই থাকে না।
১৩. প্রশ্নঃ যদি নিউট্রাল এর পরিবর্তে আর্থিং ব্যবহার করে ফেলে তাহলে কি সমস্যা হতে পারে?
উত্তরঃ উক্ত ডিভাইস পাওয়ার বেশি নেবে এবং ওই আর্থিং ঠিক ভাবে কাজ করবে না।
১৪ প্রশ্নঃ লাইটনিং এরেস্টার এর কাজ কী?
উত্তরঃ বজ্রপাতের ফলে তাৎক্ষণিক উচ্চ সার্চ ভোল্টেজ সৃষ্টি হয় তা থেকে ইলেকট্রিক্যাল যন্ত্রপাতি ও মানুষকে রক্ষা করে থাকে।
১৫. প্রশ্নঃ সার্কিট ব্রেকার কী?
উত্তরঃ সার্কিট ব্রেকার একটি প্রটেক্টিভ ও কন্ট্রোলিং ডিভাইস।
১৬. প্রশ্নঃ MCB এর পূর্ণরূপ কী?
উত্তরঃ Miniature Circuit Breaker-মিনিয়েচার সার্কিট ব্রেকার।
১৭. প্রশ্নঃ MCCB এর পূর্ণরূপ কী?
উত্তরঃ Molded Case Circuit Breaker মোল্ডেড কেস সার্কিট ব্রেকার।
১৮. প্রশ্নঃ RCCB এর পূর্ণরূপ কী?
উত্তরঃ Residual Current Circuit Breaker-রেসিডিউল কারেন্ট সার্কিট ব্রেকার।
১৯. প্রশ্নঃ ELCB এর পূর্ণরূপ কী?
উত্তরঃ Erath Leaklage Circuit Breaker -আর্থ লিকেজ সার্কিট ব্রেকার।
২০ প্রশ্নঃ ACB এর পূর্ণরূপ কী?
উত্তরঃ Air Circuit Breaker- এয়ার সার্কিট ব্রেকার।
২১ প্রশ্নঃ VCB এর পূর্ণরূপ কী?

উত্তরঃ Vacuum Circuit Breaker-ভ্যাকুয়াম সার্কিট ব্রেকার।

2 comments

  1. download kno hy na
    1. হ্যালো স্যার