Hi-Guys ┈ ⋞ 〈〉 ⋟ ┈ i am 〈 Md Abdur Rauf 〉 Click On English

ইলেকট্রিক্যাল জব সলিউশন MCQ প্রশ্ন ও উত্তর পর্ব -০১

ইলেকট্রিক্যাল রিটান পরীক্ষার প্রস্তুতিমূলক, ইলেকট্রিক্যাল সরকারি চাকুরীর পরীক্ষার প্রশ্ন ও উত্তর, ইলেকট্রিক্যাল ইন্ডাস্ট্রিয়াল চাকরি পরীক্ষা প্রশ্ন

আসসালামু আলাইকুম এই পর্বে আমরা ইলেকট্রিক্যাল জব সলিউশন MCQ প্রশ্ন ও উত্তর আপনাদের মাঝে শেয়ার করতে যাচ্ছি। যা বিভিন্ন চাকরি রিটান পরীক্ষা ও ভাইভা পরীক্ষার জন্য অনেক সহায়ক হবে। ২০ টা করে পাঁচটি ধাপে ১০০ টি এমসিকিউ প্রশ্ন দিয়ে একটি শর্ট সাজেশন তৈরি করা হয়েছে। আজকে প্রথম পর্ব বাকি পর্ব গুলোর লিংক নিচে দেওয়া থাকবে। সেখান থেকে পড়ে নিতে পারবেন। ***ধন্যবাদ***

১। এনার্জি মিটার দ্বারা কি পরিমাপ করা হয়?
(a) ভোল্টেজ
(b) পাওয়ার
(c) কারেন্ট
(d) এনার্জি
উত্তরঃ (d) এনার্জি।
২। বাংলাদেশের বিদ্যুৎ উন্নয়ন বোর্ড কত সালে গঠিত?
(a) ১৯৭১ সাল
(b) ১৯৭২ সাল
(c) ১৯৭৪ সাল
(d) ১৯৭৫ সাল
উত্তরঃ (b) ১৯৭২ সাল।
৩। পল্লী বিদ্যুতের সংক্ষিপ্ত নাম কি?
(a) PDB
(b) REB
(c) DESCO
(d) NESCO
উত্তরঃ (b) REB.
৪। মাল্টিমিটার দ্বারা কি পরিমাপ করা হয়?
(a) কারেন্ট
(b) ভোল্টেজ
(c) রেজিস্টেন্স
(d) উপরের সবগুলো
উত্তরঃ উপরের সবগুলো।
৫। ফিউজ কোথায় লাগাতে হয়?
(a) ফেজ লাইন
(b) নিউট্রাল লাইন
(c) আর্থিং লাইন
(d) উপরের সবগুলো
উত্তরঃ (a) ফেজ লাইন।
৬। ইন্ডাস্ট্রিতে আর্থ রেজিস্ট্যান্স সর্বোচ্চ কত গ্রহণযোগ্য?
(a) ১ ওহম
(b) ২ ওহম
(c) ৩ ওহম
(d) ৪ ওহম
উত্তরঃ (a) ১ ওহম।
৭। অ্যাম্পিয়ার মিটার কিভাবে সংযোগ করতে হয়?
(a) সিরিজ
(b) প্যারালাল
(c) সিরিজ-প্যারালাল/ মিশ্র
(d) উপরের কোনোটিই নয়
উত্তরঃ (a) সিরিজ।
৮। রামপাল বিদ্যুৎ কেন্দ্র কোথায় অবস্থিত?
(a) কুমিল্লা
(b) পাবনা
(c) বাগেরহাট
(d) রংপুর
উত্তরঃ (c) বাগেরহাট।
৯। ট্রান্সফরমারে কোনটি পরিবর্তন হয়?
(a) কারেন্ট
(b) ভোল্টেজ
(c) কারেন্ট+ভল্টেজ
(d) ফ্রিকোয়েন্সি
উত্তরঃ (c) কারেন্ট+ভল্টেজ।
১০। নিউট্রাল ও আর্থিং এর জন্য কি কি কালার ক্যাবল ব্যবহার করা হয়?
(a) লাল+কালো
(b) হলুদ+বেগুনী
(c) লাল+হলুদ
(d) সবুজ+কালো
উত্তরঃ (d) সবুজ+কালো।
১১। ট্রান্সফরমার এর একক কিসে লেখা হয়?
(a) HP
(b) KVA
(c) KW
(d) KVAR
উত্তরঃ (b) KVA
১২। ফিউজ কোন ধরনের ডিভাইস?
(a) কন্ট্রোলিং ডিভাইস
(b) প্রোটেকটিভ ডিভাইস
(c) ইন্ডিকেটর ডিভাইস
(d) উপরের কোনোটিই নয়
উত্তরঃ (b) প্রোটেকটিভ ডিভাইস।
১৩। ফ্রিকোয়েন্সির একক কি দ্বারা প্রকাশ করা হয়?
(a) Hz
(b) Hp
(c) VA
(d) KWH
উত্তরঃ (a) Hz.
১৪। হাউস ওয়ারিং লোডের পাওয়ার কিভাবে সংযোগ করতে হয়?
(a) সিরিজ
(b) প্যারালাল
(c) সিরিজ/ মিশ্র
(d) উপরের সবগুলো
উত্তরঃ (b) প্যারালাল।
১৫। ইন্ডাকশন মোটর কোন নীতিতে চলে?
(a) নিউটনের সূত্র অনুযায়ী
(b) অহমসের সূত্র অনুযায়ী
(c) ফ্যারাডের সূত্র অনুযায়ী
(d) উপরের কোনটি নয়
উত্তরঃ (c) ফ্যারাডের সূত্র অনুযায়ী।
১৬। বৈদ্যুতিক হিটারের হিটিং কয়েল কিসের তৈরি?
(a) কপার
(b) সিলভার
(c) কার্বন
(d) নাইক্রোম
উত্তরঃ (d) নাইক্রোম।
১৭। ট্রান্সফরমার লস কোনটি?
(a) কোর লস
(b) কপার লস
(c) উপরের দুইটি (a)+(b)
(d) কোনোটিই নয়
উত্তরঃ (c) উপরের দুইটি (a)+(b)
১৮। জেনারেটর কোন নীতি অনুযায়ী চলে?
(a) অহম সূত্র অনুযায়ী
(b) এম্পিয়ারের সূত্র অনুযায়ী
(c) ইলেক্ট্রোম্যাগনেটিক ইন্ডাকশন অনুযায়ী
(d) উপরের কোনোটিই নয়।
উত্তরঃ (c) ইলেক্ট্রো ম্যাগনেটিক ইন্ডাকশন।
১৯। বাংলাদেশের সর্বোচ্চ জেনারেশন ভোল্টেজ কত?
(a) ১১ কেভি
(b) ১১.৫ কেভি
(c) ১২ কেভি
(d) ১৫.৫ কেভি
উত্তরঃ (d) ১৫.৫ কেভি।
২০। বাসা বাড়ির বিদ্যুতের লাইনে ভোল্টেজ কত থাকে?
(a) 440 ভোল্ট এসি
(b) 120 ভোল্ট এসি
(c) 230 ভোল্ট ডিসি
(d) 230 ভোল্ট এসি
উত্তরঃ (d) 230 ভোল্ট এসি।

Post a Comment