Hi-Guys ┈ ⋞ 〈〉 ⋟ ┈ i am 〈 Md Abdur Rauf 〉 Click On English

ইলেকট্রিক্যাল জব সলিউশন MCQ প্রশ্ন ও উত্তর পর্ব -০২

ইলেকট্রিক্যাল এমসিকিউ প্রশ্ন উত্তর, ইলেক্ট্রিক্যাল চাকরি পরীক্ষার প্রস্তুতি, ইলেকট্রিক্যাল রিটান পরীক্ষার প্রশ্নের উত্তর, ইলেকট্রিক্যাল ভাইভা পরীক্ষা

আসসালামু আলাইকুম এই পর্বে আমরা ইলেকট্রিক্যাল জব সলিউশন MCQ প্রশ্ন ও উত্তর আপনাদের মাঝে শেয়ার করলাম। যা বিভিন্ন চাকরি রিটান পরীক্ষা ও ভাইভা পরীক্ষার জন্য অনেক সহায়ক হবে। ২০ টি করে পাঁচটি ধাপে ১০০ টি এম সি কিউ প্রশ্ন দিয়ে একটি শর্ট সাজেশন তৈরি করা হয়েছে। এর আগে প্রথম পর্ব দেওয়া হয়েছিল। এটা দ্বিতীয় পর্ব বাকি পর্ব গুলোর লিংক নিচে দেওয়া থাকবে। সেখান থেকে পড়ার জন্য আমন্ত্রণ রইল। **ধন্যবাদ**

১। সবচেয়ে পাওয়ার সেভিং ল্যাম্প কোনটি?
(a) LED ল্যাম্প
(b) CFL ল্যাম্প
(c) আর্ক ল্যাম্প
(d) ফিলামেন্ট ল্যাম্প
উত্তরঃ (a) LED ল্যাম্প।
২। বাসা বাড়ির আর্থ রেজিস্ট্যান্স সর্বোচ্চ কত গ্রহণযোগ্য?
(a) ২ ওহম
(b) ৩ ওহম
(c) ৪ ওহম
(d) ৫ ওহম
উত্তরঃ (d) ৫ ওহম।
৩। ফ্যানের রেগুলেটর কিভাবে কানেকশন করতে হয়?
(a) ফ্যানের সঙ্গে সিরিজে 
(b) সকেট এর সঙ্গে সিরিজে
(c) লাইটের সঙ্গে সিরিজে
(d) উপরের কোনোটিই নয়
উত্তরঃ (a) ফ্যানের সঙ্গে সিরিজে।
৪। আমরা বাসা বাড়িতে যে বিদ্যুৎ ব্যবহার করি সেটা কি ধরনের বিদ্যুৎ?
(a) ডিসি বিদ্যুৎ
(b) এসি বিদ্যুৎ
(c) স্থির বিদ্যুৎ
(d) সৌর বিদ্যুৎ
উত্তরঃ (b) এসি বিদ্যুৎ
৫। কখন লাইন ভোল্টেজ ও ফেজ ভোল্টেজ সমান হয়?
(a) ওপেন সার্কিট অবস্থায়
(b) ডেল্টা কানেকশন অবস্থায়
(c) শর্ট সার্কিট অবস্থায়
(d) স্টার কানেকশন অবস্থায়
উত্তরঃ (b) ডেল্টা কানেকশন অবস্থায়।
৬। থ্রি ফেজ লাইনের ফেজ এঙ্গেল কত থাকে?
(a) ১১০ ডিগ্রি
(b) ১২০ ডিগ্রি
(c) ১৩০ ডিগ্রি
(d) ১৪০ ডিগ্রি
উত্তরঃ (b) ১২০ ডিগ্রি।
৭। মোটর ঘূর্ণনের দিক পরিবর্তন করা হয় কিভাবে?
(a) দুইটি ফেজ পরিবর্তন করে
(b) তিনটি ফেজ পরিবর্তন করে
(c) উপরের দুইটি পদ্ধতিতে (a) ও (b) 
(d) উপরের কোনোটিই নয়
উত্তরঃ (a) দুইটি ফেজ পরিবর্তন করে।
৮। বর্তমানে বাংলাদেশের গ্রিড সাব স্টেশনের ক্ষমতা কত?
(a) ৩৬৪৭২ মেগাওয়াট
(b) ৩৭৮৭২ মেগাওয়াট
(c) ৩৫৬৭২ মেগাওয়াট
(d) ৩০২৭২ মেগাওয়াট
উত্তরঃ (b) ৩৭৮৭২ মেগাওয়াট।
৯। কোন যন্ত্রের সাহায্যে মোটরের গতি পরিমাপ করা হয়?
(a) অ্যামিটার
(b) মেগারমিটার
(c) ভোল্টমিটার
(d) টেকোমিটার
উত্তরঃ (d) টেকোমিটার।
১০। বৈদ্যুতিক পাখা ধীরে ধীরে ঘুরলে বিদ্যুৎ খরচ কি হয়?
(a) বেশি হয়
(b) কম হয়
(c) একই হয়
(d) খুব কম হয়
উত্তরঃ (c) একই হয়।
১১। থ্রি ফেজ DOL স্টার্টার কত HP মোটর পর্যন্ত কন্ট্রোলিং করতে পারে?
(a) 5 HP
(b) 10 HP
(c) 20 HP
(d) 25 HP
উত্তরঃ (a) 5 HP.
১২। পাওয়ার ফ্যাক্টর এর মান কত থেকে শুরু হয়?
(a) +১ থেকে -১ পর্যন্ত
(b) +২ থেকে -২ পর্যন্ত
(c) ০ থেকে ১ পর্যন্ত
(d) ১ থেকে ০ পর্যন্ত
উত্তরঃ (c) ০ থেকে ১ পর্যন্ত।
১৩। অহমের এর সূত্র অনুযায়ী কোন সমীকরণটি প্রযোজ্য?
(a) R=VI
(b) I=VR
(c) V=IR
(d) উপরের সবগুলো
উত্তরঃ (c) V=IR.
১৪। রুপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন ক্ষমতা কত?
(a) ২৪০০ মেগাওয়াট
(b) ২৫০০ মেগাওয়াট
(c) ২০০০ মেগাওয়াট
(d) ৩০০০ মেগাওয়াট
উত্তরঃ (a) ২৪০০ মেগাওয়াট।
১৫। তিনটি বিভিন্ন মানের রোধ কে কিভাবে সংযোগ করলে প্রতিটির মধ্যকার ভোল্টেজ সমান থাকবে?
(a) সিরিজ সংযোগ
(b) প্যারালাল সংযোগ
(c) মিশ্র সংযোগ
(d) সিরিজ-প্যারালাল/ মিশ্র
উত্তরঃ (b) প্যারালাল সংযোগ।
১৬। PVC এর পুরো নাম কি?
(a) পলি ভোল্টেজ কারেন্ট
(b) পলি ভিনাইল ক্লোরাইড
(c) পলি ভলগা ক্লোরাইড
(d) পলি কারেন্ট ক্লোরাইজ
উত্তরঃ (b) পলি ভিনাইল ক্লোরাইড।
১৭। বিদ্যুৎ কু-পরিবাহী বস্তু কোনটি?
(a) কার্বন
(b) শুকনো কাঠ
(c) লোহা
(d) তামা
উত্তরঃ (b) শুকনো কাঠ।
১৮। বাসা বাড়ির সুইচ বোর্ড কত ফিট উঁচুতে বসাতে হয়?
(a) 1 মিটার
(b) 1.5 মিটার
(c) 2 মিটার
(d) 2.5 মিটার
উত্তরঃ (b) 1.5 মিটার।
১৯। জেনারেটর কি শক্তি উৎপাদন করে?
(a) তাপ শক্তি
(b) আলো শক্তি
(c) যান্ত্রিক শক্তি
(d) বৈদ্যুতিক শক্তি
উত্তরঃ (d) বৈদ্যুতিক শক্তি।
২০। সিলিং ফ্যানের ক্যাপাসিটর এর মান কত?
(a) 1.5 থেকে 2.5 মাইক্রোফ্যারাড
(b) 3.5 থেকে 20 মাইক্রোফ্যারাড
(c) 4.5 থেকে 30 মাইক্রোফ্যারাড
(d) 5.0 থেকে 40 মাইক্রোফ্যারাড
উত্তরঃ (a) 1.5 থেকে 2.5 মাইক্রোফ্যারাড।

Post a Comment