Hi-Guys ┈ ⋞ 〈〉 ⋟ ┈ i am 〈 Md Abdur Rauf 〉 Click On English

ইলেকট্রিক্যাল জব সলিউশন MCQ প্রশ্ন ও উত্তর পর্ব -০৩

ইলেকট্রিক্যাল চাকুরির পরীক্ষা প্রস্তুতি mcq প্রশ্ন , ইলেকট্রিক্যাল ভাইভা গাইড, ইলেকট্রিক্যাল রিটেন গাইড, ইলেকট্রিক্যাল ইন্ডাস্ট্রিয়াল রিলেটেড প্রশ্ন

আসসালামু আলাইকুম এই পর্বে আমরা ইলেকট্রিক্যাল জব সলিউশন MCQ প্রশ্ন ও উত্তর আপনাদের মাঝে শেয়ার করলাম। এর আগেও দুইটি প্রশ্ন শেয়ার করেছি। যা বিভিন্ন চাকরি রিটান পরীক্ষা ও ভাইভা পরীক্ষার জন্য অনেক সহায়ক হবে। ২০ টি করে পাঁচটি ধাপে ১০০ টি এম সি কিউ প্রশ্নর একটি শর্ট সাজেশন তৈরি করা হয়েছে। এর আগে দ্বিতীয় পর্ব দেওয়া হয়েছিল। আজকে তৃতীয় পর্ব বাকি পর্ব গুলোর লিংক নিচে দেওয়া থাকবে। সেখান থেকে পড়ে নিতে পারবেন। *ধন্যবাদ*

১। থ্রি ফেজ লাইনের লাইন ভোল্টেজ কি?
(a) দুইটা ফেজ মধ্য কার ভোল্টেজ
(b) ফেজ ও নিউট্রাল এর মধ্যকার ভোল্টেজ
(c) আর্থিং ও নিউট্রাল এর মধ্যকার ভোল্টেজ
(d) ফেজ ও আর্থিং এর মধ্যকার ভোল্টেজ
উত্তর: (a) দুইটা ফেজ মধ্য কার ভোল্টেজ।
২। বাংলাদেশের প্রথম সৌর বিদ্যুৎ প্রকল্প চালু হয় কোথায়?
(a) ভেড়ামারা
(b) নরসিংদী
(c) সাভার
(d) সুন্দরবন
উত্তরঃ (b) নরসিংদী
৩। ডায়নামো কোন নীতি অনুযায়ী চলে?
(a) অ্যাম্পিয়ার সূত্র অনুযায়ী
(b) ওহমের সূত্র অনুযায়ী
(c) ফ্যারাডের ইলেক্ট্রোম্যাগনেটিক ইনস্ট্রাকশন সূত্র অনুযায়ী
(d) উপরের কোনোটিই নয়।
উত্তরঃ ফ্যারাডের ইলেক্ট্রোম্যাগনেটিক ইনস্ট্রাকশন সূত্র অনুযায়ী।
৪। মোটর কোন শক্তি থেকে কোন শক্তিতে রূপান্তর করে?
(a) বৈদ্যুতিক শক্তি থেকে যান্ত্রিক শক্তি
(b) যান্ত্রিক শক্তি থেকে বৈদ্যুতিক শক্তি
(c) তাপ শক্তি থেকে বৈদ্যুতিক শক্তি
(d) সৌরশক্তি থেকে যান্ত্রিক শক্তি
উত্তরঃ (a) বৈদ্যুতিক শক্তি থেকে যান্ত্রিক শক্তি।
৫। বাংলাদেশের বর্তমানে কয়টি বিদ্যুৎ কেন্দ্র রয়েছে?
(a) ১২৫ টি
(b) ১৫০ টি
(c) ২২৭টি
(d) ২২৯টি
উত্তরঃ (c) ২২৭টি।
৬। টু-ওয়ে সুইচ কোথায় ব্যবহার করা হয়?
(a) কনসিল্ড কন্ডুইট পাইপ ওয়্যারিং -এ
(b) সারফেস কন্ডইট পাইপ ওয়্যারিং -এ 
(c) সিঁড়ি লাইট ওয়্যারিং -এ
(d) উপরে কোনোটিই নয়
উত্তরঃ (c) সিঁড়ি লাইট ওয়্যারিং -এ।
৭। বাংলাদেশে একমাত্র কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র কোথায় অবস্থিত?
(a) বড় পুকুরিয়া
(b) রংপুর
(c) কক্সবাজার
(d) বরিশাল
উত্তরঃ (a) বড় পুকুরিয়া।
৮। সোল্ডারিং লীটে সিসা ও টিনের পরিমাণ কত?
(a) 40/60
(b) 80/20
(c) 50/50
(d) 60/40
উত্তরঃ (d) 60/40.
৯। ইন্ডাক্টিভ লোডে পাওয়ার ফ্যাক্টর কি হয়?
(a) ল্যাগিং
(b) লিডিং
(c) ইউনিটি
(d) কোনটি নয়৷
উত্তরঃ (a) ল্যাগিং।
১০। জেনারেটরের রেটিং কিসে লেখা হয়?
(a) KW
(b) HP
(c) KVA
(d) KVAR
উত্তরঃ (a) KW.
১১। আর্থিক কোন যন্ত্রের সাহায্যে পরিমাপ করা হয়?
(a) ক্লাম মিটার
(b) AVO মিটার
(c) পাওয়ার ফ্যাক্টর মিটার
(d) আর্থ টেস্টার
উত্তরঃ (d) আর্থ টেস্টার।
১২। চারটি 2.5 ভোল্ট ব্যাটারি সিরিজের সংযোগ করলে মোট ভোল্টেজের কত?
(a) 6 ভোল্ট
(b) 10 ভোল্ট
(c) 12 ভোল্ট
(d) 4 ভোল্ট
উত্তরঃ (b) 10 ভোল্ট।
১৩। NLDC কোন কোম্পানির আওতাধীন?
(a) NWPGCL
(b) RPCL
(c) EGCB
(d) PGCB
উত্তরঃ (d) PGCB
১৪। দুটি রেজিস্টর কে সিরিজের সংযোগ করলে কি ঘটে?
(a) রেজিষ্ট্যানস বৃদ্ধি পায়
(b) রেজিষ্ট্যানস কমে যায়
(c) রেজিষ্ট্যানস একই থাকে
(d) রেজিষ্ট্যানস শূন্য হয়
উত্তরঃ (a) রেজিষ্ট্যানস বৃদ্ধি পায়।
১৫। থ্রি ফেজ লাইনে নিউট্রাল লাইন?
(a) ব্যবহার করা বাধ্যতামূলক
(b) ব্যবহার করার প্রয়োজন নেই
(c) ব্যবহার করলে ভাল হয়
(d) উপরের কোনটি নয়
উত্তরঃ (b) ব্যবহার করার প্রয়োজন নেই।
১৬। বাংলাদেশের প্রাইমারি ডিস্ট্রিবিউশন ভোল্টেজ কত?
(a) ১ লাখ ৩২ থেকে ২ লাখ ৩০ কেভি
(b) ৬৬ কেবি থেকে ৩৩ কেবি
(c) ৩৩ কেবি থেকে ১১ কেভি
(d) ১১ কেভি থেকে ৪০০/২৩০ ভোল্ট
উত্তরঃ (c) ৩৩ কেবি থেকে ১১ কেভি
২৭। তিনটি লোডকে কিভাবে সংযোগ করলে ভোল্টেজের কোন তারতম্য হবে না?
(a) সিরিজ
(b)প্যারালাল
(c) সিরিজ-প্যারালাল/ মিশ্র
(d) কোনোটিই নয়।
উত্তরঃ (b)প্যারালাল।
২৮। ইন্সুলেশন রেজিস্ট্যান্স কোন যন্ত্রের সাহায্যে মাপা হয়?
(a) মেগার মিটার
(b) আর্থ টেস্টার
(c) লাক্স মিটার
(d) ক্লাম মিটার
উত্তর: (a) মেগার মিটার।
১৯। বিদ্যুৎঘাত ব্যাক্তিকে বিদ্যুৎ থেকে সরিয়ে নেওয়ার জন্য কি ব্যবহার করতে হবে?
(a) কাঁচা কাঠ
(b) শুকনো কাঠ
(c) লোহা তৈরি দণ্ড
(d) অ্যালুমিনিয়ামের তৈরি দণ্ড
উত্তরঃ (b) শুকনো কাঠ।
২০। ভালো মানের সুপরিবাহী পদার্থ কোনটি?
(a) রুপা
(b) তামা
(c) লোহা
(d) অ্যালুমিনিয়াম
উত্তরঃ (a) রুপা।

Post a Comment