Hi-Guys ┈ ⋞ 〈〉 ⋟ ┈ i am 〈 Md Abdur Rauf 〉 Click On English

ইলেকট্রিক্যাল জব সলিউশন MCQ প্রশ্ন ও উত্তর পর্ব -০৪

ইলেকট্রিক্যাল রিটান পরীক্ষার প্রশ্ন ও উত্তর ইলেকট্রিক্যাল চাকুরীর পরীক্ষার প্রশ্ন ও উত্তর, ইলেকট্রিক্যাল সরকারি চাকরির পরীক্ষা এম.সি.কিউ প্রশ্ন উত্তর

আসসালামু আলাইকুম এই পর্বে আমরা ইলেকট্রিক্যাল জব সলিউশন এম সি কিউ প্রশ্ন ও উত্তর আপনাদের মাঝে শেয়ার করবো। যা বিভিন্ন চাকরি রিটান পরীক্ষা ও ভাইভা পরীক্ষার জন্য অনেক সহায়ক হবে। ২০ টি করে পাঁচটি ধাপে ১০০ মোট টি এমসিকিউ প্রশ্নর একটি শর্ট সাজেশন তৈরি করা হয়েছে। এর আগে তৃতীয় পর্ব দেওয়া হয়েছিল। এটা চতুর্থ পর্ব বাকি পর্ব গুলোর লিংক নিচে দেওয়া থাকবে। সেখান থেকে পড়ে নিতে পারবেন।

১। আর্মেচার ওয়েন্ডিং করতে কি তার ব্যবহার করা হয়?
(a) সুপার এনামেল ইনসুলেটেড কপার তার
(b) অ্যালুমিনিয়াম তার
(c) ফিউজ তার
(d) তামার তার
উত্তরঃ (a) সুপার এনামেল ইনসুলেটেড কপার তার।
২। বর্তমানে গড়ে কত বিদ্যুৎ আমদানি হয় কত?
(a) ৫০০ মেগাওয়াট
(b) ৬৫০ মেগাওয়াট
(c) ৮০০ মেগাওয়াট
(d) ১১৬০ মেগাওয়াট
উত্তরঃ (d) ১১৬০ মেগাওয়াট।
৩। এক ইউনিট সমান সমান কত ওয়াট?
(a) 1000 W
(b) 1024 W
(c) 1200 W
(d) 764 W
উত্তরঃ (a) 1000 W.
৪। ঘোড়াশাল বিদ্যুৎ কেন্দ্র কোথায় অবস্থিত?
(a) ভেড়ামারা
(b) সাভার
(c) বরিশাল
(d) নরসিংদী
উত্তরঃ (d) নরসিংদী।
৫। সিলিং ফ্যানের পাখা কত ডিগ্রীতে অবস্থান করে?
(a) ১৮০ ডিগ্রি
(b) ১৬০ ডিগ্রি
(c) ১৪০ ডিগ্রি
(d) ১২০ ডিগ্রি
উত্তরঃ (d) ১২০ ডিগ্রি।
৬। ফিউজ পুড়ে যাওয়ার কারণ কি?
(a) অতিরিক্ত কারেন্ট প্রবাহ হলে
(b) লাইন শর্ট সার্কিট হলে
(c) লোড শর্ট হয়ে গেলে
(d) উপরের সবগুলো
উত্তরঃ (d) উপরের সবগুলো।
৭। মোটরের শক্তি কে কি দ্বারা প্রকাশ করা হয়?
(a) KVA
(b) HP
(c) KWH
(d) KVAR
উত্তরঃ (b) HP.
৮। ব্যাটারি প্যারালালে সংযোগ করলে কি হয়?
(a) ভোল্টেজ কমে যায়
(b) ভোল্টেজ বেশি হয়
(c) ভোল্টেজ একই থাকে
(d) কোন ভোল্টেজ থাকে না
উত্তরঃ (c) ভোল্টেজ একই থাকে।
৯। বাংলাদেশের প্রাইমারি ট্রান্সমিশন সর্বোচ্চ ভোল্টেজ কত?
(a) ১ লাখ ৩২ থেকে ২ লাখ ৩০ কেভি
(b) ৩৩ কেভি থেকে ৬৬ কেভি
(c) ৩৩ কেভি থেকে ১১ কেভি
(d) ১১ কেভি থেকে ৪০০/২৩০ ভোল্ট
উত্তরঃ (a) ১ লাখ ৩২ থেকে ২ লাখ ৩০ কেভি।
১০। ইলেকট্রিক্যাল পাওয়ার এর একক কি?
(a) জুল
(b) হার্জ
(c) ওয়াট
(d) অহম
উত্তর (c) ওয়াট।
১১। বিদ্যুৎ পরিবাহী পদার্থের কি গুনাগুন থাকা প্রয়োজন?
(a) উচ্চ পরিবাহিতা
(b) টানসহন ক্ষমতা
(c) মরিচা প্রতিরোধ
(d) উপরের সবগুলা
উত্তরঃ (d) উপরের সবগুলা।
১২। লাল কালার তার দ্বারা কি বোঝানো হয়?
(a) নিউট্রাল লাইন
(b) আর্থিং লাইন
(c) ফেজ লাইন
(d) উপরের সবগুলো
উত্তরঃ (c) ফেজ লাইন
১৩। ম্যাগনেটি কন্টাক্টর কেন ব্যবহার করা হয়?
(a) লাইট কন্টলিং এর জন্য
(b) ফ্যান কন্ট্রোলিং এর জন্য
(c) মোটর কন্ট্রোলিং এর জন্য
(d) উপরের সবগুলাই
উত্তরঃ (c) মোটর কন্ট্রোলিং এর জন্য।
১৪। স্টার ডেল্টা মোটর কন্ট্রোলার কোথায় ব্যবহার করা হয়?
(a) থ্রি ফেজ লাইনে
(b) সিঙ্গেল ফেজ নাইনে
(c) (a)+(b) উপরের দুটিতেই
(d) কোনটাই না
উত্তরঃ (a) থ্রি ফেজ লাইনে।
১৫। টাইমার কোন সার্কিটে ব্যবহার করা হয়?
(a) চেঞ্জ ওভার সার্কিটে
(b) ফেজ ফেইলার
(c) স্টার ডেল্টা সার্কিটে
(d) উপরের সবগুলোতেই
উত্তরঃ (c) স্টার ডেল্টা সার্কিটে।
১৬। 2.5 mm2 তারের কারেন্ট ক্যাপাসিটি কত?
(a) 12 অ্যাম্পিয়ার
(b) 15 অ্যাম্পিয়ার
(c) 18 অ্যাম্পিয়ার
(d) 25 অ্যাম্পিয়ার
উত্তরঃ (c) 18 অ্যাম্পিয়ার।
১৭। পাওয়ার টুলস কোনটি?
(a) কাটিং প্লেয়ারস
(b) কম্বিনেশন প্লেয়ারস
(c) ইলেকট্রিকাল ডিল মেশিন
(d) হ্যামার
উত্তরঃ (c) ইলেকট্রিকাল ডিল মেশিন।
১৮। 1 KV সমান কত ভোল্ট?
(a) 800V
(b) 900 V
(c) 1000 V
(d) 1200 V
উত্তরঃ (c) 1000V.
১৯। বৈদ্যুতিক লাইট ঝুলিয়ে রাখার ক্ষেত্রে কোন হোল্ডার ব্যবহার করা হয়?
(a) ব্যাটেন হোল্ডার
(b) কি-সুইচ হোল্ডার
(c) প্যান্ডেড হোল্ডার
(d) ব্রাকেট হোল্ডার
উত্তরঃ (c) প্যান্ডেড হোল্ডার।
১৬। 2.5 mm2 তারের কারেন্ট ক্যাপাসিটি কত?
(a) 12 অ্যাম্পিয়ার
(b) 15 অ্যাম্পিয়ার
(c) 18 অ্যাম্পিয়ার
(d) 25 অ্যাম্পিয়ার
উত্তরঃ (c) 18 অ্যাম্পিয়ার।
২০। সিলিং ফ্যান ওয়্যারিং এর জন্য কি লাগানো হয়?
(a) অ্যাঙ্গেল হোল্ডার
(b) সিলিং রোজ
(c) ব্যাটেন হোল্ডার
(d) প্যান্ডেড হোল্ডার
উত্তরঃ (b) সিলিং রোজ।

1 comment

  1. 01734005675