Hi-Guys ┈ ⋞ 〈〉 ⋟ ┈ i am 〈 Md Abdur Rauf 〉 Click On English

ইলেকট্রিক্যাল জব সলিউশন পরীক্ষার অতি সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর পর্ব -০৩

ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং জব প্রিপারেশন, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং প্রশ্ন ও উত্তর, ডিপ্লোমা ইন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং সরকারি চাকরি প্রশ্ন
আসসালামু আলাইকুম যারা ডিপ্লোমা ইন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং চাকরি খুঁজছেন। তাদের জন্য আমাদের এই আয়োজন। এখানে পাঁচটি পর্বে ২০ টি করে মোট ১০০ টি সংক্ষিপ্ত প্রশ্ন দিয়ে একটি শর্ট সাজেশন তৈরি করা হয়েছে। যা ইলেকট্রিক্যাল সরকারি চাকরি বা ইলেকট্রিক্যাল বেসরকারি প্রতিষ্ঠানের চাকরির জন্য এবং পাওয়ার জেনারেশন ও ডিস্ট্রিবিউশন কোম্পানি DESCO, PGCB, NESCO, পল্লী বিদ্যুৎ সহ সকল ইঞ্জিনিয়ারিং চাকরির রিটেন পরীক্ষা ও ভাইভা পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আশা করি আপনারা অনেক উপকৃত হবেন। বাকি ৪টি পর্বের লিংক নিচে দেওয়া থাকবে। সেখান থেকে পড়ে নিতে পারবেন।
১। প্রশ্নঃ পাওয়ার ফ্যাক্টর কাকে বলে?
উত্তরঃ কারেন্ট ও ভোল্টেজ এর মধ্যবর্তী কোণের কোসাইন মানকে পাওয়ার ফ্যাক্টর বলে।
২। প্রশ্নঃ আর্থিং এর রেজিস্ট্যান্স কিভাবে কমানো যায়?
উত্তরঃ আর্থ ইলেকট্রোডের ব্যস বৃদ্ধি করে।
৩। প্রশ্নঃ PGCB- এর পূর্ণরূপ কি?
উত্তরঃ Power Grid Company of Bangladesh.
৪। প্রশ্নঃ কোন আর্থিং এ সবচেয়ে খরচ কম লাগে?
উত্তরঃ রড আর্থিং।
৫। প্রশ্নঃ ভোল্টেজ ড্রপ কাকে বলে?
উত্তরঃ কোন পরিবাহীর মধ্য দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হওয়ার সময় ভোল্টেজের যে ঘাটতি দেখা দেয় তাকে ভোল্টেজ ড্রপ বলে।
৬। প্রশ্নঃ H টাইপবল কোথায় ব্যবহার করা হয়?
উত্তরঃ ট্রান্সফরমার লাগানোর জন্য ও উচ্চ ভোল্টেজ ২৩০ কেভি লাইনের দীর্ঘ স্পেনের ক্ষেত্রে।
৭। প্রশ্নঃ  সিলিং ফ্যানের পাখা কত ডিগ্রিতে অবস্থান করে?
উত্তরঃ ১২০ ডিগ্রিতে অবস্থান করে।
৮। প্রশ্নঃ আনসিমেট্রিক্যাল ফল্ট কি?
উত্তরঃ চার প্রকার যথা:
১। সিঙ্গেল লাইন টু গ্রাউন্ড ফল্ট।
২। লাইন টু লাইন ফল্ট।
৩। ডাবল লাইন টু গ্রাউন ফল্ট।
৪। দুই ফেজ একেত্রে শর্ট সার্কিট এবং তৃতীয় পেজ আর্থের সাথে শর্ট সার্কিট।
৯। প্রশ্নঃ অপরিবাহী পদার্থ কি?
উত্তরঃ যে সকল পদার্থের মধ্য দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হতে পারে না তাকে বিদ্যুৎ অপরিবাহী বলে।
১০। প্রশ্নঃ স্যাগ কাকে বলে?
উত্তরঃ এক কোটি থেকে অন্যটিতে যখন ক্যাবল টানা হয়। নিচের দিকে ক্যাবলের কিছু অংশ ঝুলে পড়ে তাকে স্যাগ বলে।
১১। প্রশ্নঃ ইউনিভার্সাল মোটর কোথায় ব্যবহার করা হয়?
উত্তরঃ উচ্চ গতিবেগর ক্ষুদ্র ক্ষমতাসম্পন্ন সরঞ্জামাদি তে ব্যবহার করা হয়।
১২। প্রশ্নঃ প্রাইম মুভার দ্বারা চালিত যান্ত্রিক শক্তির উৎস গুলো কি কি?
উত্তরঃ ডিজেল, পেট্রোল, বাষ্প, পানি ইত্যাদি ।
১৩। প্রশ্নঃ ২৩০ কেভি ওভারহেড ট্রান্সমিশন লাইনে ব্যবহৃত পাঁচটি যন্ত্রাংশের নাম লেখ?
উত্তরঃ কন্ডাক্টর, স্টেপ আপ ট্রান্সফর্মার, স্টেপ ডাউন ট্রান্সফরমার, প্রোটেক ডিভাইস, ইনস্ট্রামেন্ট ট্রান্সফর্মার ইত্যাদী ।
১৪। প্রশ্নঃ উন্নত পাওয়ার ফ্যাক্টর উন্নতির চারটি সুবিধা লেখ?
উত্তরঃ উন্নত পাওয়ার ফ্যাক্টরের সুবিধা গুলো হলো: ১। ভোল্টেজ ড্রপ হ্রাস পায় । ২। কপার লস হ্রাস পায়। ৩। লাইনের দক্ষতা বৃদ্ধি পায়। ৪। যন্ত্রপাতি গরম কম হয় আয়ুষ্কাল বৃদ্ধি পায়।
১৫। প্রশ্নঃ ভাইব্রেশন ডাম্পার এর কাজ কি?
উত্তরঃ বাতাসের ফলে ওভার হেড লাইনের ক্যাবলে কম্পন সৃষ্টি হয় সেই কম্পনকে প্রশমিত করে।
১৬। প্রশ্নঃ ট্রান্সমিশন লাইনে আর্থ করা হয় কেন?
উত্তরঃ বজ্রপাতের ফলে বা অন্য কোন অস্বাভাবিক কারণে ইনসুলেশন ব্রেক ডাউন হতে পারে। তাই দুর্ঘটনা থেকে রক্ষার জন্য ওভারহেড লাইনের উপরে আর্থ ওয়্যার ব্যবহার করা হয়।
১৭। প্রশ্নঃ জাম্পার এর কাজ কি?
উত্তরঃ পাশা পাশি দুইটি লাইনের মধ্যে সংযোগ স্থাপন করার জন্য জাম্পার ব্যবহার করা হয়।
১৮। প্রশ্নঃ বৈদ্যুতিক খুঁটি কি কি বস্তু দ্বারা তৈরি করা হয়?
উত্তরঃ কাঠ, পিভিসি, কংক্রিট, স্টিল ইত্যাদি।
১৯। প্রশ্নঃ অসিলেস্কোপ কি?
উত্তরঃ একটি ইলেকট্রনিক্স পরীক্ষণ যন্ত্র যার মাধ্যমে সিগন্যাল ভোল্টেজ পরিবর্তন, ফ্রিকোয়েন্সি পরিবর্তন ও ফেস কোন পরিবর্তন গ্রাফের মাধ্যমে পর্যবেক্ষণ করা যায়।
২০। প্রশ্নঃ রেজিস্ট্যান্স কাকে বলে?
উত্তরঃ যে ধর্মের কারণে বিদ্যুৎ প্রবাহের বাধা সৃষ্টি করে তাকে রেজিস্ট্যান্স বলে।

Post a Comment