Hi-Guys ┈ ⋞ 〈〉 ⋟ ┈ i am 〈 Md Abdur Rauf 〉 Click On English

ইলেকট্রিক্যাল জব সলিউশন পরীক্ষার অতি সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর পর্ব -০৫

ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং সরকারি চাকরি প্রশ্ন ও উত্তর , ডিপ্লোমা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং প্রশ্ন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং জব প্রশ্ন ও উত্তর
আসসালামু আলাইকুম যারা ডিপ্লোমা ইন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং চাকরি খুঁজছেন। তাদের জন্য আমাদের এই আয়োজন। এখানে পাঁচটি পর্বে ২০ টি করে মোট ১০০ টি সংক্ষিপ্ত প্রশ্ন নিয়ে একটি শর্ট সাজেশন তৈরি করা হয়েছে। যা ইলেকট্রিক্যাল সরকারি চাকরি / ইলেকট্রিক্যাল বেসরকারি প্রতিষ্ঠানের চাকরি এবং পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি PGCB NESCO, DESCO, PDB, REB  ও পাওয়ার জেনারেশন সহ সকল ইঞ্জিনিয়ারিং চাকরির রিটেন পরীক্ষা ও ভাইভা পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আশা করি আপনারা অনেক উপকৃত হবেন। বাকি ৪টি পর্বের লিংক নিচে দেওয়া থাকবে। সেখান থেকে পড়ে নিতে পারবেন।
১। প্রশ্নঃ পাওয়ার এর মেকানিক্যাল একক কি?
উত্তরঃ পাওয়ারের মেকানিক্যাল দেখা হচ্ছে HP।
২। প্রশ্নঃ ট্রান্সফরমার এর মূল উপাদান কয়টি?
উত্তরঃ মূল উপাদান তিনটি যথা:-
(ক) প্রাইমারি ওয়ান্ডি
(খ) সেকেন্ডারি ওয়ান্ডিং।
(গ ) ম্যাগনেটিক কোর।
প্রশ্নঃ ফেস অ্যাডভান্সার কি কাজ করে?
উত্তরঃ পাওয়ার ফ্যাক্টর উন্নতির কাজে ব্যবহার করা হয়।
৩। প্রশ্নঃ রড ইলেকট্রোড মাটির কত মিটার নিচে রাখতে হবে?
উত্তরঃ রড ইলেকট্রোড মাটির 2.5 গভীরে রাখতে হবে।
৪। প্রশ্নঃ আইসোলেটর কি?
উত্তরঃ আইসোলেটর হলে এক ধরনের কানেক্টিং ডিসকানেক্টিং সুইচ।
৫। প্রশ্নঃ ট্রান্সমিশন ও ডিস্ট্রিবিউশন লাইনগুলোতে ডিসি ব্যবহার না করে এসি ব্যবহার করা হয় কেন?
উত্তরঃ আমরা জানি ট্রান্সমিশন লাইনে কিছু ভোল্টেজ ড্রপ হয়। এসি বিদ্যুতের ক্ষেত্রে ট্রান্সফরমারের মাধ্যমে ভোল্টেজ বাড়ানো যায়। কিন্তু ডিসি বিদ্যুৎ ট্রান্সফর্মার এর মাধ্যমে ভোল্টেজ বাড়ানো যায় না।
৬। প্রশ্নঃ সাধারণত ওয়ার্কশপে কি ধরনের ওয়ারিং করা হয়?
উত্তরঃ কুন্ডুইট পাইপ ওয়্যারিং করা হয়।
৭। প্রশ্নঃ DESCO- এর পূর্ণরূপ কি?
উত্তরঃ Dhaka Electric Supply Company Ltd..
৮। প্রশ্নঃ শর্ট সার্কিট ফন্ট প্রধানত কত প্রকার?
উত্তরঃ শর্ট সার্কি প্রধানত দুই প্রকার যথা:
(ক) সিমেনট্রিক্যাল ফল্ট।
(খ) আনসিমেনট্রিক্যাল ফল্ট।
৯। প্রশ্নঃ লাইটনিং আরেস্টার কোথায় ও কিভাবে স্থাপন করতে হয় ?
উত্তরঃ সাব স্টেশনে ফেজ ও আর্থের মাঝখানে স্থাপন করা হয়।
১০ প্রশ্নঃ কোথায় কোথায় এসি মোটর ব্যবহার করা হয়?
উত্তরঃ সেচ পাম্প, বৈদ্যুতিক পাখা, রেফ্রিজারেটর, লেদ মেশিন, সুইং মেশিন ইত্যাদি।
১১। প্রশ্নঃ ওভারহেড লাইনের জন্য সাধারণত কি কি কন্ডাক্টর ব্যবহার করা হয়?
উত্তরঃ কপার, অ্যালুমিনিয়াম, গ্যালভানাইস স্টিল ও স্টিল কোরড অ্যালুমিনিয়াম।
১২। প্রশ্নঃ কোন ধরনের লাইনে স্ট্রেইন ইনসুলেটর ব্যবহার করা হয়?
উত্তরঃ সমস্ত উচ্চচাপের লাইনে অর্থাৎ ১১ Kv এর উপরের লাইনগুলোতে স্ট্রেইন ব্যবহার করা হয়।
১৩। প্রশ্নঃ ফেজ অ্যাডভান্সার কি কাজ করে?
উত্তরঃ পাওয়ার ফ্যাক্টর উন্নতির কাজে ব্যবহার হয়।
১৪। প্রশ্নঃ অভ্যন্তরীণ বিদ্যুৎ স্থাপনার উদাহরণ দাও?
উত্তরঃ ঘর বাড়ি, অফিস আদালত, স্কুল কলেজ, কল কারখানা, আবাসিক ভবন স্থাপনার ভিতর দিয়ে যে সকল যন্ত্রপাতি ইনস্টলেশন করা হয়। তাকে অভ্যন্তরী বিদ্যুৎ স্থাপনা বলে।
১৫। প্রশ্নঃ সৌর বিদ্যুতের কয়টি অংশ থাকে?
উত্তরঃ চারটি অংশ থাকে যথা: সোলার প্যানেল, ব্যাটারি, ইনভার্টার ও লোড।
১৬। প্রশ্নঃ জেনারেটরের উৎপাদিত পাওয়ার এর একক কি লেখা হয়?
উত্তরঃ জেনারেটর উৎপাদিত পাওয়ারের একক KWH।
১৭। প্রশ্নঃ বাংলাদেশের সরবরাহ কৃত ফ্রিকোয়েন্সি কত?
উত্তরঃ ৫০ থেকে ৬০ Hz.
১৮। প্রশ্নঃ টুলস কত প্রকার?
উত্তরঃ টুলস হচ্ছে দুই প্রকার যথা: (ক) হ্যান্ড টুলস (খ)পাওয়ার টুলস।
১৯। প্রশ্নঃ বাসা বাড়ি বিদ্যুৎ সংযোগ সিরিজ না প্যারালাল?
উত্তরঃ বাসা বাড়ির বিদ্যুৎ সংযোগ প্যারালালে দেওয়া হয়।
২০। প্রশ্নঃ ফিউজিং কারেন্ট বলতে কি বুঝায়?
উত্তরঃ সর্বনিম্ন যত পরিমাণ কারেন্ট প্রবাহিত হলে ফিউজ তার গলতে শুরু করে তাকে ফিউজিং করেন বলে।

Post a Comment