Hi-Guys ┈ ⋞ 〈〉 ⋟ ┈ i am 〈 Md Abdur Rauf 〉 Click On English

ইলেকট্রিক্যাল ভাইভা পরীক্ষার প্রস্তুতি পর্ব ০৩

সুইস কি, রিলে কি, ওভারলোড রিলে এর কাজ কি, ওভারলোড কি, টাইমার কি, ম্যাগনেটিক কন্ডাক্টর কি, টাইমার এর কাজ কি, রিলে সুইচ কি, এবিসি লাইসেন্স বিষয়ে প্রশ্ন

আসসালামু আলাইকুম এই পর্বে আমরা আলোচনা করব ইলেকট্রিক্যাল ইন্ডাস্ট্রিয়াল চাকরি ও এবিসি লাইসেন্স ভাইভা পরীক্ষার কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর যেগুলো আপনাদের অনেক উপকারে আসবে। শুধুমাত্র প্রাকটিক্যাল জ্ঞান থাকলেই একজন দক্ষ টেকনিশিয়ান হওয়া যায় না। দক্ষ টেকনিশিয়ান হতে হলে প্র্যাকটিক্যাল এর পাশাপাশি থিউরিক্যাল জানাটা বাধ্যতামূল।

১. প্রশ্নঃ সুইচ কি?

উত্তরঃ সুইচ হচ্ছে কন্ট্রোলিং ডিভাইস যার মাধ্যমে ইলেকট্রিক্যাল পাওয়ার চালু এবং বন্ধ করা যায় তাকে সুইচ বলে।

২. প্রশ্নঃ সুইচ কত প্রকার ও কি কি?

উত্তরঃ রোটারি সুইচ চার প্রকার SPST, SPDP, DPST, DPDT ইত্যাদি।

৩. প্রশ্নঃ SPST এর পূর্ণরূপ কি?

উত্তরঃ SPST এর পূর্ণরূপ হচ্ছে Single Pole Single Throw( সিঙ্গেল পোল সিঙ্গেল থ্রো )

৪. প্রশ্নঃ SPDP এর পূর্ণরূপ কি?

উত্তরঃ SPDP এর পূর্ণরূপ হচ্ছে Single Pole Double Throw ( সিঙ্গেল পোল ডাবল থ্রো )

৫. প্রশ্নঃ DPST এর পূর্ণরূপ কি?

উত্তরঃ DPST এর পূর্ণরূপ হচ্ছে double pole Single Throw ( ডাবল পোল সিঙ্গেল থ্রো )

৬. প্রশ্নঃ DPDTএর পূর্ণরূপ কি?

উত্তরঃ DPDT এর পূর্ণরূপ double pole double Throw ( ডাবল পোল ডাবল থ্রো )

৭. প্রশ্নঃ ইলেকট্রিক্যাল টাইমার এর কাজ কি?

উত্তরঃ ইলেকট্রিক্যাল টাইমার এমন একটি সুইচিং ডিভাইস যার সেটকৃত টাইম অনুযায়ী লোড কে Of এবং On করে থাকে।

৮. প্রশ্নঃ রিলের কাজ কি?

উত্তরঃ রিলে একটি ইলেক্ট্রোম্যাগনেটিক সুইচিং ডিভাইস যা স্বাভাবিক অবস্থায় NO এবং NC দুইটি কন্টাক্ট থাকে কয়েলে পাওয়ার প্রদান করলে NO কন্টাক্ট NC তে এবং NC কন্টাক্ট NO তে পরিবর্তন হয়।

৯. প্রশ্নঃ NO ও NC কি?
উত্তরঃ NO হচ্ছে Normally Open এবং NC হচ্ছে Normally close.
১০. প্রশ্নঃ রিলে কত ধরনের হয়ে থাকে?

উত্তরঃ দুই ধরনের হয়ে থাকে এসি রিলে এবং ডিসি রিলে।

১১. প্রশ্নঃ রিলে কত পিনের হয়?

উত্তরঃ ৫ পিন, ৮ পিন, ১১ পিন, ১৪ পিন ইত্যাদি।

১২. প্রশ্নঃ রিলের অপারেটিং ভোল্টেজ কত ?

উত্তরঃ ৬ ভোল্ট ডিসি, ১২ ভোল্ট ডিসি, ২৪ ভোল্ট ডিসি, ২২০ ভোল্ট এসি, ৪৪০ ভোল্ট এসি।

১৩. প্রশ্নঃ ওভারলোড রিলের কাজ কি?

উত্তরঃ ওভারলোড কারেন্টের কারণে মোটর পুড়ে যাওয়ার হাত থেকে রক্ষা করে থাকে।

১৪. প্রশ্নঃ ওভারলোড কারেন্ট কি?

উত্তরঃ কোনো লোড চলার জন্য যতটুকু কারেন্ট নেওয়া দরকার তার চেয়ে অনেক বেশি কারেন্ট নিতে থাকে তাকে অভার লোড কারেন্ট বলে।

১৫. প্রশ্নঃ ম্যাগনেটিক কন্ডাক্টর কি?

উত্তরঃ এটি একটি হাই পাওয়ার ইলেক্ট্রোম্যাগনেটিক সুইচ যার হোল্ডিং কয়েলে পাওয়ার প্রদান করলে আউটপুটের সকল কন্টাক্ট অন করে দেয়।

১৬. প্রশ্নঃ ম্যাগনেটিক কন্ডাক্টর কোথায় ব্যবহার করা হয়?

উত্তরঃ সাধারণত মোটর কন্ট্রোলিং কাজে ম্যাগনেটিক কন্ডাক্টর ব্যবহার করা হয়ে থাকে।

১৭. প্রশ্নঃ ম্যাগনেটিক কন্টাক্টরের কয়টি অংশ থাকে?
১৮. প্রশ্নঃ ম্যাগনেটিক কন্টাক্টরের অপারেটিং ভোল্টেজ কত?

উত্তরঃ ২৪ ভোল্ট ডিসি ২২০ ভোল্ট এসি ৪৪০ ভোল্ট এসি।

১৯. প্রশ্নঃ রিলে ও ম্যাগনেটিক কন্ডাক্টরের মধ্য পার্থক্য কী?

উত্তরঃ রিলা হচ্ছে লো পাওয়ার ইলেক্ট্রোম্যাগনেটিক সুইচ এবং ম্যাগনেটিক কন্ডাক্টর হচ্ছে হাই পাওয়ার ইলেক্ট্রোম্যাগনেটিক সুইচ।

২০. প্রশ্নঃ টাইমার এর কাজ কি?

উত্তরঃ টাইমার এমন একটি ইলেক্ট্রোম্যাগনেটিক সুইচ যা কমান্ডকৃত টাইম অনুযায়ী NO এবং NC কন্টাক্ট পরিবর্তন করে।

২১. প্রশ্নঃ টাইমার এর অপারেটিং ভোল্টেজ কত?

উত্তরঃ টাইমার এর অপারেটিং ভোল্টেজ ২২০ ভোল্ট এসি ও ৪৪০ ভোল্ট এসি।

২২. প্রশ্নঃ টাইমার কোথায় ব্যবহার হয়?

উত্তরঃ স্টার ডেল্টা মোটর কন্ট্রোলিং এর জন্য টাইমার ব্যবহার করা হয়।

1 comment

  1. Good learning