Hi-Guys ┈ ⋞ 〈〉 ⋟ ┈ i am 〈 Md Abdur Rauf 〉 Click On English

ইলেকট্রিক্যাল ভাইভা পরীক্ষার প্রস্তুতি পর্ব ০৪

লাইন ভোল্টেজ কি, ফেজ ভোল্টেজ কি, BBT এর পূর্ণরূপ কি, SLD এর পূর্ণরূপ কি, LPS এর পূর্ণরূপ কি, IPS এর পূর্ণরূপ কি, UPS এর পূর্ণরূপ কি, চাকুরীর ভাইভা

এই পর্বে আমরা আলোচনা করব ইন্ডাস্ট্রিয়াল কিছু প্রশ্ন নিয়ে যেগুলো ইলেকট্রিশিয়ান, ইলেট্রিক্যাল সুপারভাইজার ও ইলেট্রিক্যাল ইঞ্জিনেয়ার ভাইভা পরীক্ষার ১০০% গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনি যদি ইলেট্রিক্যাল সেক্টরে জব করতে চান তাহলে আপনাকে প্রশ্ন গুলির উত্তর জানা বাধ্যতামূলক যেগুলা আপনার সারা জীবন কাজে লাগবে।

প্রশ্নঃ ফেজ ভোল্টেজ বলতে কী বুঝায়?

উত্তরঃ একটা ফেজ একটা নিউট্রাল এর মধ্যবর্তী ভোল্টেজকে বুঝায়।

২. প্রশ্নঃ সিঙ্গেল ফেজ ভোল্টেজ কত?

উত্তরঃ ২২০ থেকে ২৫০ ভোল্ট পর্যন্ত হতে পারে।

৩. প্রশ্নঃ লাইন ভোল্টেজ বলতে কি বুঝায়?

উত্তরঃ থ্রি ফেজ লাইনের তিনটি ফেজে মধ্য যেকোনো দুইটি ফেজ এর মধ্যবর্তী ভোল্টেজকে ফেজ ভোল্টেজ বলে।

৪. প্রশ্নঃ থ্রি ফেজ লাইনে ভোল্টেজ কত?

উত্তরঃ ৩৮০ থেকে ৪৪০ ভোল্ট পর্যন্ত হতে পারে।

৫. প্রশ্নঃ BBT এর পূর্ণরূপ কি?

উত্তরঃ BBT পূর্ণরূপ হলো: Bash Bar Trunking System. ( বাসবার ট্রাংকিং সিস্টেম )

৬. প্রশ্নঃ SLD এর পূর্ণরূপ কি?

উত্তরঃ Single Line Diagram. ( সিঙ্গেল লাইন ডায়াগ্রাম )

৭. প্রশ্নঃ SLD এর সুবিধা কি?

উত্তরঃ থ্রি ফেজ লাইন কে সিঙ্গেল লাইন ডায়াগ্রাম এর মাধ্যমে খুব সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়। ড্রয়িং এর জন্য জায়গা কম লাগে খুব সহজেই বোঝা যায়।

৮. প্রশ্নঃ IPS এর পূর্ণরূপ কি?

উত্তরঃ Instant Power Supply. ( ইন্সটেন্ট পাওয়ার সাপ্লাই )

৯. প্রশ্নঃ UPS এর পূর্ণরূপ কি?

উত্তরঃ Uninterruptable Power Supply. ( আন ইন্টারেক্টেবল পাওয়ার সাপ্লাই )

১০. প্রশ্নঃ কম্পিউটারে অল্টারনেটিং পাওয়ার সাপ্লাই হিসেবে UPS না IPS কোনটি ব্যবহার করব?

উত্তরঃ কম্পিউটারের অল্টারনেটিং পাওয়ার সাপ্লাই হিসেবে ইউপিএস ব্যবহার করতে হবে।

১১. প্রশ্নঃ LPS কেন ব্যবহার করা হয়?

উত্তরঃ বজ্রপাতের ফলে সৃষ্ট সার্চ ভোল্টেজকে নিরাপদে মাটির নিচে প্রেরণ করার জন্য এলপিএস ব্যবহার করা হয়।

১২. প্রশ্নঃ LPS এর পূর্ণরূপ কি?

উত্তরঃ Lightning Power Source ( লাইটানিং পাওয়ার সোর্স )

১৩. প্রশ্নঃ ওভারলোড কারেন্টের মোটর চললে কি সমস্যা হতে পারে?

উত্তরঃ মোটরের কয়েল পুড়ে যায় মোটরটি অকেজো হয়ে পড়ে।

১৪. প্রশ্নঃ মোটরের হ্যান্টিং কাকে বলে?

উত্তরঃ চালু অবস্থায় মোটর না ঘুড়ে কাপতে থাকে তাকে হান্টিং বা কলাদলন বলে।

১৫. প্রশ্নঃ মোটরে কেন হান্টিং এর সৃষ্টি হয়?

উত্তরঃ বেয়ারিং ও শ্যাপ জাম হওয়ার কারণে হয়ে থাকে।

১৬. প্রশ্নঃ টু ওয়ে সুইচ এর কাজ কি?

উত্তরঃ একটি লাইট কে দুই জায়গা থেকে নিয়ন্ত্রণের জন্য টু ওয়ে সুইচ ব্যবহার করা হয়।

১৭. প্রশ্নঃ বাংলাদেশের জেনারেশন সর্বোচ্চ ভোল্টেজ কত?

উত্তরঃ বাংলাদেশের সর্বোচ্চ জেনারেশন ভোল্টেজ 15.5 KV তবে বেশিরভাগ পাওয়ার প্লান্ট গুলোতে 11 KV জেনারেট করে থাকে।

১৮. প্রশ্নঃ প্রাইমারি ট্রান্সমিশন ভোল্টেজ কত?

উত্তরঃ বাংলাদেশের সর্বোচ্চ ট্রান্সমিশন ভোল্টেজ 132 KV এবং 230 KV হয়ে থাকে।

১৯. প্রশ্নঃ সেকেন্ডারি ট্রান্সমিশন ভোল্টেজ কত?

উত্তরঃ সর্বোচ্চ 66 KV এবং 33 KV হয়ে থাকে।

২০.প্রশ্নঃ প্রাইমারি ডিস্ট্রিবিউশন ভোল্টেজ কত?

উত্তরঃ প্রাইমারি ডিস্ট্রিবিউশন ভোল্টেজ 33 KV এবং 11 KV হয়ে থাকে।

২১. প্রশ্নঃ সেকেন্ডারি ডিস্ট্রিবিউশন ভোল্টেজ কত?

উত্তরঃ সেকেন্ডারি ডিস্ট্রিবিউশন ভোল্টেজ 400 ভোল্ট এবং 230 ভোল্ট হয়।

Post a Comment