Hi-Guys ┈ ⋞ 〈〉 ⋟ ┈ i am 〈 Md Abdur Rauf 〉 Click On English

ইলেকট্রিক্যাল ভাইভা পরীক্ষার প্রস্তুতি পর্ব ০৫

লোডে কত প্রকার, পাওয়ার ফ্যাক্টর কি, ট্রান্সফরমারে কি, ট্রান্সফরমার এর দক্ষতা কত, ক্যাবল কালার কোড কি, চাকুরীর ভাইভা ও এবিসি লাইসেন্স পরীক্ষা প্রশ্ন

আসসালামু আলাইকুম এই পর্বে আমরা আলোচনা করব বিভিন্ন প্রকার লোড সম্পর্কে এবং এবং ট্রান্সফরমার সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন যেগুলো পল্লী বিদ্যুত জব পরীক্ষা ছাড়াও ইলেকট্রিক্যাল সুপারভাইজার এর লাইসেন্স এবং এবিসি লাইসেন্সের জন্য গুরুত্বপূর্ণ প্রশ্ন। শুরু থেকে শেষ পর্যন্ত সকল প্রশ্নগুলো দেখুন এবং আপনার থিউরিকাল দক্ষতা বৃদ্ধি করুন।

১. প্রশ্নঃ লোডে কত প্রকার?
১৪. প্রশ্নঃ স্টেপ আপ ট্রান্সফরমার এর কাজ কি?
উত্তরঃ কারেন্ট এর মান কমিয়ে ভোল্টেজ এর মান বৃদ্ধি করা।
১৫. প্রশ্নঃ স্টেপ ডাউন ট্রান্সফরমার এর কাজ কি?
উত্তরঃ কারেন্ট এর মান বাড়িয়ে ভোল্টেজ এর মান কমানো।
১৬. প্রশ্নঃ ট্রান্সফরমারে কয়টি অংশ থাকে?

উত্তরঃ ট্রান্সফরমারে দুইটি অংশ থাকে প্রাইমার ও সেকেন্ডারি।

১৭ প্রশ্নঃ ট্রান্সফরমার কি?

উত্তরঃ ট্রান্সফরমার এমন একটি ইলেকট্রিক ডিভাইস কোন প্রকার ক্যাবল কানেকশন ছাড়াই শুধুমাত্র ফ্লাক্স এর মাধ্যমে ফ্রিকোয়েন্সি ও পাওয়ার অপরিবর্তিত থাকে

১৮. প্রশ্নঃ ট্রান্সফরমারের লস কি কি?

উত্তরঃ হিস্টরিসিস লস, কোর লস, কাপার লস, এডি কারেন্ট লস।

১৯. প্রশ্নঃ ট্রান্সফরমার এর দক্ষতা কত?

উত্তরঃ ট্রান্সফরমারের দক্ষতা ৯৫%থেকে ৯৯% পর্যন্ত হতে পারে

২০. প্রশ্নঃ রেডিও টেলিভিশনে কোন ধরনের ট্রান্সফার ব্যবহার করা হয়?

উত্তরঃ স্টেপ ডাউন ট্রান্সফর্ম ব্যবহার করা হয় যা ব্রিজ রেক্টিফায়ার এর মাধ্যমে ইলেকট্রনিক্স সার্কিটে ডিসি পাওয়ার সরবরাহ করে।

২১. প্রশ্নঃ ইলেকট্রিক্যাল ক্যাবল কালার কোড বলতে কি বোঝায়?

Post a Comment