Hi-Guys ┈ ⋞ 〈〉 ⋟ ┈ i am 〈 Md Abdur Rauf 〉 Click On English

আর্থিং কি? আর্থিং কেন ব্যবহার করা হয়? আর্থিক না থাকলে কি সমস্যা হতে পারে সম্পূর্ণ আলোচনা।

ইলেকট্রিক্যাল আর্থিং কি, আর্থিং এর কাজ কি, আর্থিং কেন করা হয়, আর্থিং করার পদ্ধতি, আর্থিং এর সুবিধা কি, আর্থিং বলতে কি বুঝায়, আর্থিং কিভাবে করা হয়
অনাকাঙ্খিত বিদ্যুতের হাত থেকে বৈদ্যুতিক যন্ত্রপাতি ও মানুষকে রক্ষা করার জন্য অতিরিক্ত কারেন্ট কে নিরাপদে তারের মাধ্যমে মাটির নিচে প্রেরণ ব্যবস্থা কে আর্থিং বলে।

আর্থিং এর প্রয়োজনীয়তা:
১/ আর্থিং ব্যবহারের কারণে বৈদ্যুতিক ত্রুটির সময় কারেন্ট মাটির নিচে সহজে প্রবাহিত হতে পারে ফলে ফিউজ, সার্কিট ব্রেকার ত্রুটিপূর্ণ সার্কিটকে খুব দ্রুত বিচ্ছিন্ন করতে পারে।
২/ বৈদ্যুতিক ত্রুটি সময় বৈদ্যুতিক যন্ত্রপাতির ভোল্টেজ মাটির তুলনায় বিপদজনক অবস্থায় পৌঁছাতে না পারে তা নিশ্চিত করে।
৩/ মেটাল বডির বৈদ্যুতিক ডিভাইস যেমন: ফ্রিজ, আইরন মেশিন, বৈদ্যুতিক কেটলি, মোটরের বডি ইত্যাদির লিকেজ কারেন্টের আঘাত থেকে মানুষকে রক্ষা করে থাকে।

আর্থিং এর গঠন প্রণালী:
আর্থিং এর গঠন বিশ্লেষণ করলে দেখা যায় প্রধান তিনটি উপাদান থাকে যথা:
(১) আর্থ ইলেকট্রোড (Earth Electrode)
(২) আর্থিং লিড (Earthing Lead)
(৩) আর্থ কটিনিউটি (Earth Continuity)

আর্থ ইলেকট্রোডের প্রকারভেদ:
১/ পাইপ ইলেকট্রোড-(Pipe Electrode)
২/ রড ইলেকট্রোড-(Rod Electrode)
৩/ শীট ইলেকট্রোড-(Shit Electrode)
৪/ প্লেট ইলেকট্রোড-(Plate Electrode)
৫/ স্টিপ বা ওয়্যার ইলেকট্রোড-(Strip Electrode)
 
মনের ভিতর প্রশ্ন আসতে পারে যে আর্থ ইলেকট্রোড পাঁচ প্রকার তা হলে আর্থিং কত প্রকার? উত্তর : ইলেকট্রোডের উপর ভিত্তি করে আর্থিং পাঁচ প্রকার। অর্থাৎ আর্থিং করতে যে ইলেকট্রোড ব্যবহার করা হবে সেটা সেই আর্থিং এর ভিতরে অন্তর্ভুক্ত হবে। যেমন বাসা বাড়িতে আর্থিং এর জন্য রড ইলেকট্রোড ব্যবহার করা হয় তাহলে এটা রড আর্থিং।
       আর্থ ইলেকট্রোড-এর ছবি
আর্থিং লিড:
আর্থ ইলেকট্রোড থেকে আর্থ কটিনিউটি পর্যন্ত যে ওয়্যার এর মাধ্যমে সংযোগ করা হয় তাকে আর্থিং লিড বলে।
আর্থিং লিড দুই ধরনের হয়ে থাকে যথা:
১) নগ্ন তামার তার।
২) তামার পাত।
আর্থিং তারের সাইজ:
সাধারণত 2, 4, 6, 8, 10, 12, 14. 16 নম্বর গেজ ব্যবহার করা হয়। তারের সাইজ যত কমতে থাকবে তারের ব্যাস তুই বাড়তে থাকবে। অর্থাৎ বাসা বাড়ির ক্ষেত্রে লোড কম হলে 16 নম্বর ব্যবহার করতে হবে। যদি অনেক লোড হয়ে থাকে তাহলে 2, 4, 6, 8 নাম্বার যে কোনো একটি গেজ ব্যবহার করতে হবে। আর ইন্ডাস্ট্রির ক্ষেত্রে একাধিক তারকে একসাথে পেঁচিয়ে ব্যবহার করা হয়।

আর্থ কনটিনিউটি:
আর্থিং লিড থেকে  বৈদ্যুতিক যন্ত্রপাতির ধাতব বডির মধ্যে যে তার বা ক্যাবল দিয়ে সংযোগ প্রদান করা হয় তাকে আর্থ কনটিনিউটি বলে।

আর্থ রেজিস্ট্যান্স কমানোর উপায়:
১) আর্থ ইলেকট্রোড আকার বড় করতে হবে।
২) আর্থ ওয়ার এবং আর্থিং লিড উভয়ই সুপরিবাহী হতে হবে।
৩) একাধিক ইলেকট্রোড প্যারালাল সংযোগ করতে হবে।
৪) মাটির নিচে ইলেকট্রনের চারপাশে সব সময় ভেজা রাখার ব্যবস্থা করতে হবে।

আর্থিং স্থাপন পদ্ধতি:
সবচেয়ে বহুল ব্যবহৃত রড আর্থিং স্থাপন পদ্ধতি বর্ণনা করা হলো:
রড আর্থিক শুকনোস্থানের জন্য অনেক উপযোগী কোন প্রকার মাটি খোঁড়ার প্রয়োজন হয় না। তাই রড আর্থিং স্থাপন খরচ অনেক কম হয়ে থাকে।
১/ রড মাটির ভিতরে স্থাপন করার আগে আর্থিং লিড আর্থ ইলেক্ট্রোডের সাথে সুন্দরভাবে ওয়েল্ডিং করে নিতে হবে।
২/ ১৬ মিলিমিটার ব্যাস এবং ২.৫ মিলিমিটার দীর্ঘ গ্যালভ্যালাইস লোহার বা ইস্পাতের রড ইলেকট্রোড হিসেবে ব্যবহার করতে হবে। তামার রড ব্যবহার করলে ১২.৫ মিলিমিটার ব্যাস ব্যবহার করা যেতে পারে।
৩/ সুবিধা অনুযায়ী লোহা বা তামা যে কোনো একটি রড হ্যামার বা কোন শক্ত বস্তু দ্বারা আঘাত করে ২.৫ মিটার মাটির গভীরে প্রবেশ করাইতে হবে। কাজের সুবিধার্থে পানি দিয়ে মাটি নরম করা যেতে পারে।
৪/ আর্থিং রড স্থাপন হয়ে গেলে আর্থ কন্টিনিউটি এর মাধ্যমে ডিসট্রিবিউশন বোর্ড আর্থিং লিডের সাথে কানেকশন করতে হবে।
৫/ ডিস্ট্রিবিউশন বোর্ড থেকে প্রয়োজনীয় ডিভাইস গুলোতে আর্থিং লাইন সরবরাহ করতে হবে।

আর্থিং এর কিছু সাবধানতা:
আর্থ ইলেকট্রোডকে মাটির নিচে এমনভাবে স্থাপন করতে হবে যাতে রেজিস্টেন্স নির্দিষ্ট মানের চেয়ে বেশি না হয়।
(২) আর্থ ইলেকট্রোড ভালো মানের মেটাল হতে হবে যে মাটির নিচে দীর্ঘদিন থাকলেও সহজে মরিচা না ধরে।
(৩) ইলেকট্রডের সাথে আর্থিং লিড মজবুতভাবে ওয়েল্ডিং করে করতে হবে যাতে খুলে যাওয়ার ভয় না থাকে।
(৪) আর্থ ইলেকট্রোড এমন গভীর স্থাপন করতে হবে যেখানে সব সময় ভেজা থাকবে।
(৫) আর্থিং ডিড ও আর্থ ইলেকট্রোড দুটি মরিচা রোধি হতে হবে যাতে সহজে নষ্ট না হয়।
(৬) আর্থিং তার অবশ্যই সবুজ কালার হতে হবে

আজকের আলোচনা পড়ে কি বুঝলেন বুদ্ধি খাটিয়ে কিছু প্রশ্নের উত্তর দিন।
১. আর্থিং এর উপাদান কয়টি ?
২. আর্থিং কত প্রকার ?
. কিভাবে আর্থ রেজিস্ট্যান্স কমানো যায়?
৪. আর্থিং এর উপাদান কয়টি ও কি কি?
৫. আর্থ ইলেকট্রোডের কি?
৬. আর্থিং লিড কি?
. আর্থ কনটিনিউটি কি?
৮. আর্থিং তারের রং কি?
৯. বাসা বাড়িতে কোন আর্থিং ব্যবহার করা হয়?
১০. কোন আর্থিং সবচেয়ে বেশি ব্যবহার হয়?

Post a Comment