Hi-Guys ┈ ⋞ 〈〉 ⋟ ┈ i am 〈 Md Abdur Rauf 〉 Click On English

ইলেকট্রিক্যাল জব সলিউশন পরীক্ষার অতি সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর পর্ব -০১

ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং প্রশ্ন ও উত্তর, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং চাকরির সাজেশন, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ইন্টারভিউ নলেজ
আসসালামু আলাইকুম যারা ডিপ্লোমা ইন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং চাকরি খুঁজছেন। তাদের জন্য আমাদের আজকের এই আয়োজন। এখানে পাঁচটি পর্বে ২০ টি করে মোট ১০০ টি সংক্ষিপ্ত প্রশ্ন নিয়ে একটি শর্ট সাজেশন তৈরি করা হয়েছে। যা ইলেকট্রিক্যাল সরকারি চাকরি এবং স্বনামধন্য ইলেকট্রিক্যাল বেসরকারি প্রতিষ্ঠানের চাকরি এবং পাওয়ার জেনারেশন ও ডিস্ট্রিবিউশন কোম্পানি PGCB ,DESCO, NESCO, পল্লী বিদ্যুৎ সহ সকল ইঞ্জিনিয়ারিং চাকরির রিটেন পরীক্ষা ও ভাইভা পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আশা করি আপনারা অনেক উপকৃত হবেন। বাকি ৪টি পর্বের লিংক নিচে দেওয়া থাকবে। সেখান থেকে পড়ে নিতে পারবেন।
১। প্রশ্নঃ বাংলাদেশে কি কি বিদ্যুৎ কেন্দ্র রয়েছে?
উত্তরঃ পানি বিদ্যুৎ কেন্দ্র, পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, তাপ বিদ্যুৎ কেন্দ্র, বায়ু বিদ্যুৎ কেন্দ্র, সৌর বিদ্যুৎ কেন্দ্র ইত্যাদি।
২। প্রশ্নঃ পাওয়ারে একক কি?
উত্তরঃ পাওয়ার এর একক হচ্ছে ওয়াট (watt)
৩। প্রশ্নঃ বাংলাদেশের বিদ্যুৎ উৎপাদন কর্তৃপক্ষ গুলো কি কি ?
উত্তরঃ বিদ্যুৎ উৎপাদন কর্তৃপক্ষের নাম গুলো হল:
(ক) বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিউবো)
(খ) ঢাকা বিদ্যুৎ বিতরণ কর্তৃপক্ষ (ডেসা)
গ) ঢাকা বিদ্যুৎ বিতরণ কর্পোরেশন (ডেসকো)
(ঘ) পল্লী বিদ্যুতায়ন বোর্ড (পরিবো)
৪। প্রশ্নঃ ট্রিপল-পোল সুইচ কোথায় ব্যবহার করা হয় ?
উত্তরঃ থ্রি-ফেজ এসি সার্কিটে ব্যবহার করা হয়।
৫। প্রশ্নঃ DESA- এর পূর্ণরূপ কি?
উত্তরঃ Dhaka Electric Supply Authority।
৬। প্রশ্নঃ নিয়ন্ত্রণ যন্ত্র কাকে বলে?
উত্তরঃ যে যন্ত্রের সাহায্যে বৈদ্যুতিক সার্কিটে বিদ্যুৎ প্রবাহ বন্ধ ও চালু করা হয়। তাকে নিয়ন্ত্রণ যন্ত্র বা সুইচ বলে।
৭। প্রশ্নঃ বাসাবাড়িতে সবচেয়ে বহুল ব্যবহৃত ইলেকট্রোড কোনটি?
উত্তরঃ বাসাবাড়িতে সবচেয়ে বেশি ব্যবহৃত হয় রড ইলেকট্রোড।
৮। প্রশ্নঃ অটো ট্রান্সফরমার কি?
উত্তরঃ যে ট্রান্সফরমার একটি মাত্র কল থাকে কিছু অংশ প্রাইমারি ও কিছু অংশ সেকেন্ডারি তাকে অটো ট্রান্সফরমার বলে।
৯।প্রশ্নঃ কন্ডুইট ওয়্যারিং ক্যাবল টানার সুবিধার্থে পিচ্ছিল করতে কি পাউডার ব্যবহার করা হয়?
উত্তরঃ ফ্রেঞ্চ চক পাউডার ব্যবহার করা হয়।
১০। প্রশ্নঃ আর্থিং এর উপাদান গুলো কি কি?
উত্তরঃ প্রধানত তিনটি উপাদান থাকে যথা:
(১) আর্থ ইলেকট্রোড (Earth Electrode)
(২) আর্থিং লিড (Earthing Lead)
(৩) আর্থ কটিনিউটি (Earth Continuity)
১১। প্রশ্নঃ সুইচ ও ফিউজ এর মধ্যে পার্থক্য কি?
উত্তরঃ সুইচ হচ্ছে একটি কন্ট্রোলিং ডিভাইস এবং ফিউজ হচ্ছে একটি প্রটেক্টিভ ডিভাইস।
১২। প্রশ্নঃ hom's এর ভোল্টের সূত্রটি লেখ?
উত্তরঃ V=I/R.
১৩। প্রশ্নঃ ট্রান্সফরমারের রেশিও বলতে কী বোঝায়?
উত্তরঃ ট্রান্সফরমারের প্রাইমারি এবং সেকেন্ডারি পাশের উৎপন্ন ভোল্টেজ এবং কারেন্ট ওয়াইন এর প্যাচ সংখ্যার সাথে নির্দিষ্ট অনুপাত মেনে চলে তাকে ট্রান্সফার রেশিও বলা হয়।
১৪। প্রশ্নঃ সিমেট্রিক্যাল ফল্ট কত প্রকার?
উত্তরঃ দুই প্রকার যথা:
১। তিন ফেজ একেত্রে শর্ট সার্কিট।
২। তিন ফেজ একেত্রে আর্থের সাথে শর্ট সার্কিট।
১৫। প্রশ্নঃ পরিবাহী কাকে বলে?
উত্তরঃ যে পদার্থের মধ্য দিয়ে খুব সহজেই বিদ্যুৎ প্রবাহিত হতে পারে তাকে বিদ্যুৎ পরিবাহী বলা হয়।
১৬। প্রশ্নঃ মেগার কাকে বলে?
উত্তরঃ মেগার এক ধরনের মিটার যার মাধ্যমে আর্থ রেজিস্টান্স পরিমাপ করা হয়।
১৭। প্রশ্নঃ তড়িৎ চুম্বক কিভাবে সৃষ্টি হয়?
উত্তরঃ কোন পরিবাহীর ওপরে ইনসুলেশন জড়িয়ে একটি কুণ্ডলীতে রূপ দেয়া হয়। এবং তার মধ্যে বিদ্যুৎ প্রবাহিত করলে তড়িৎ চুম্বক সৃষ্টি হয়।
১৮। প্রশ্নঃ ইনসুলেটর এর কাজ কি?
উত্তরঃ মাটি, খুঁটি ও ক্রস হতে বৈদ্যুতিক ক্যাবল নিরাপদে রাখার জন্য ইনসুলেটর ব্যবহার করা হয়।
১৯। প্রশ্নঃ কখন সিনক্রোনাস মোটর বিনা লোড চালানো হয়?
উত্তরঃ সিনক্রোনাস মোটর যখন পাওয়ার ফ্যাক্টর উন্নতির কাজ করে তখন বিনা লোড চালানো হয়।
২০। প্রশ্নঃ ট্রান্সফরমারের ইএনএফ সমীকরণটি লেখ?
উত্তরঃ ট্রান্সফরমারের ইএনএফ সমীকরণটি হলো: Eeiff=4.44fNφm ভোল্ট।

Post a Comment