Hi-Guys ┈ ⋞ 〈〉 ⋟ ┈ i am 〈 Md Abdur Rauf 〉 Click On English

ইলেকট্রিক্যাল জব সলিউশন পরীক্ষার অতি সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর পর্ব -০২

ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং জব সলুশন, ডিপ্লোমা ইন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং সরকারি চাকরি প্রশ্ন , ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং চাকরির ইন্টারভিউ
আসসালামু আলাইকুম যারা ডিপ্লোমা ইন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং চাকরি খুঁজছেন। তাদের জন্য আমাদের এই আয়োজন। এখানে পাঁচটি পর্বে ২০ টি করে মোট ১০০ টি সংক্ষিপ্ত প্রশ্ন নিয়ে একটি শর্ট সাজেশন তৈরি করা হয়েছে। যা ইলেকট্রিক্যাল সরকারি চাকরি এবং ইলেকট্রিক্যাল সাব-এসিস্টেন ইঞ্জিনিয়ার পদে চাকরির জন্য বা পাওয়ার জেনারেশন ও ডিস্ট্রিবিউশন কোম্পানি PGCB, NESCO ,DESCO, পল্লী বিদ্যুৎ সহ সকল ইঞ্জিনিয়ারিং চাকরির রিটেন পরীক্ষা ও ভাইভা পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আশা করি আপনি অনেক উপকৃত হবেন। বাকি ৪টি পর্বের লিংক নিচে দেওয়া থাকবে। সেখান থেকে পড়ে নিতে পারবেন।
১। প্রশ্নঃ বাংলাদেশের জাতীয় গ্রিডে ভোল্টেজ মান কত?
উত্তরঃ ৪০০ কেভি ২৩০ কেভি ১৩২ কেভি ৬৬ কেভি।
২। প্রশ্নঃ পাওয়ার স্টেশনে ব্যবহৃত বৈদ্যুতিক যন্ত্রপাতি গুলোর নাম লেখ?
উত্তরঃ পাওয়ার স্টেশনে ব্যবহৃত যন্ত্রপাতি গুলোর নাম হলো: জেনারেটর, ট্রান্সফরমার, সুইচ গিয়ার, স্টার্টিং মোটর ও কন্ট্রোলিং ইউনিট ইত্যাদি।
৩। প্রশ্নঃ জেনারেশন স্টেশনগুলোতে কোন ধরনের ট্রান্সফরমার ব্যবহার করা হয়?
উত্তরঃ Step Up ট্রান্সফরমার ব্যবহার করা হয়।
৪। প্রশ্নঃ পাওয়ারকে কি যারা প্রকাশ করা হয়?
উত্তরঃ ইংরেজি অক্ষর P দ্বারা প্রকাশ করা হয়।
৫। প্রশ্নঃ মাটিতে পোল পোতার গভীরতা কত হওয়া উচিত?
উত্তরঃ পোলের দৈর্ঘ্যের ছয় ভাগের এক ভাগ হওয়া উচিত।
৬। প্রশ্নঃ সুইচ সাধারণত কত ভোল্টের সার্কিটে ব্যবহার করা হয়?
উত্তরঃ 220 Volt থেকে 250 Volt সার্কিটে সুইচ ব্যবহার করা হয়।
৭। প্রশ্নঃ ইন্সট্রুমেন্ট ট্রান্সফরমার কাকে বলে?
উত্তরঃ যে ট্রান্সফরমার কারেন্ট, ভোল্টেজ, পাওয়ার, এনার্জি পরিমাপের জন্য ব্যবহার করা হয় তাকে ইন্সট্রুমেন্ট ট্রান্সফার করা হয়।
৮। প্রশ্নঃ কনসিল্ড কন্ডুইট ওয়ারিং এ কোন ধরনের তার বা ক্যাবল ব্যবহার করা হয়?
উত্তরঃ সিঙ্গেল কোর পিভিসি ক্যাবল ব্যবহার করা হয়।
৯। প্রশ্নঃ আইপিএস ও ইউপিএস কি ধরনের সার্কিট?
উত্তরঃ ইনভার্টার সার্কিট।
১০। প্রশ্নঃ কি কি কারণে রক্ষন যন্ত্র ব্যবহার করা হয়?
উত্তরঃ শর্ট সার্কিট, ওভারলোড কারেন্ট প্রবাহ ও বৈদ্যুতিক আঘাত থেকে রক্ষার জন্য রক্ষণ যন্ত্র ব্যবহার করা হয়।
১১। প্রশ্নঃ ট্রান্সফরমারকে আদর্শ যন্ত্র বলা হয় কেন?
উত্তরঃ ট্রান্সফরমারের মধ্য কোনো ঘূর্ণাযমান অংশ থাকে না ফলেই এর কর্মদক্ষতা অনেক বেশি হয়, প্রায় 99% এর লস নেই বলেই চলে তাই ট্রান্সফরমারকে আদর্শ যন্ত্র বলা হয়।
১২। প্রশ্নঃ ohm's এর কারেন্ট সূত্রটি লেখ?
উত্তরঃ I=VR.
১৩। প্রশ্নঃ বিদ্যুৎ আবিষ্কার করেন কে?
উত্তরঃ মাইকেল ফ্যারাড সর্বপ্রথম বিদ্যুৎ আবিষ্কার করেন।
১৪। প্রশ্নঃ অর্ধপরিবাহী কাকে বলে?
উত্তরঃ কোন পদার্থের এমন গুণ থাকে যে পরিবাহী ও অর্ধপরিবাহীর মাঝখানে অবস্থান করে তাকে অর্ধপরিবাহী বলে।
১৫। প্রশ্নঃ অন্তরক বা ইনসুলেটর কাকে বলে?
উত্তরঃ যে পদার্থের মুক্ত ইলেকট্রন সংখ্যা খুব কম বা নেই বলেই চলে। যা বিদ্যুৎ প্রবাহের প্রচুর বাধা সৃষ্টি করে তাকে অন্তরক বলে।
১৬। প্রশ্নঃ ক্যাবল স্প্যান কি?
উত্তরঃ একটি বৈদ্যুতিক খুঁটি হতে অন্য খুটির মাঝখানের দৈর্ঘ্য কে স্প্যান বলা হয়।
১৭। প্রশ্নঃ কোন মোটর ৫০০০ আর.পি.এম গতিবেগে চলতে পারে?
উত্তরঃ ইউনিভার্সাল মোটর।
১৮। প্রশ্নঃ প্রাইম মুভার বলতে কি বুঝায়?
উত্তরঃ যে যন্ত্র নিজে ঘোরে এবং শক্তি উৎপাদনের জন্য সাহায্য করে তাকে প্রাইম মুভার বলে।
১৯। প্রশ্নঃ অহম মিটার কি?
উত্তরঃ যে যন্ত্রের সাহায্যে কোন বস্তুর রেজিস্টেন্স নির্ণয় করা হয়। তাকে অহম মিটার বলে।
২০। প্রশ্নঃ গার্ড ওয়্যার এর কাজ কি?
উত্তরঃ বৈদ্যুতিক হাইভোল্টেজ লাইন যখন টেলিফোন কিংবা টেলিগ্রাফ লাইন অতিক্রম করে কোন দুর্ঘটনার কারণে ক্যাবল ছিড়ে টেলিফোন লাইনের উপরে পতিত না হয়। সেজন্য বৈদ্যুতিক লাইনে নিচে গার্ড ওয়্যার লাগানো হয় ।

1 comment

  1. excellent