Hi-Guys ┈ ⋞ 〈〉 ⋟ ┈ i am 〈 Md Abdur Rauf 〉 Click On English

এসি কত প্রকার ও কি কি বিস্তারিত আলোচনা।

এসি কত ধরনের হয়ে থাকে, কোন ধরনের এসির কাজ কি, বাসা বাড়িতে কোন ধরনের এসি ব্যবহার করা হয়, সবচেয়ে ব্যবহৃত এসি কোনটি, Ac এর পূর্ণরূপ কি?

Air Condition কে সংক্ষেপে AC বলা হয়। এটি একটি শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র। কোন নির্দিষ্ট স্থানের তাপমাত্রা আর্দ্রতা বাতাস বিশুদ্ধ ও একই সঙ্গে তাপমাত্রা নিয়ন্ত্রণ করে থাকে।


এয়ারকন্ডিশন ব্যবহারের সুবিধা:

১। বাতাসের তাপমাত্রা নিয়ন্ত্রণ করা।

২। বাতাসের আদ্রতা নিয়ন্ত্রণ করা।

৩। বাতাস পরিষ্কার করা।

৪। বাতাস রোগ মুক্ত করা।

৫। রুমের ভিতর বাতাস সঞ্চালন করা।

৬। কর্ম জীবনকে আরামদায়ক করা।

৭। সুস্বাস্থ্যকর পরিবেশ তৈরি করা।


এয়ারকন্ডিশনার এর প্রকারভেদ:

১। পোর্টেবল এয়ারকন্ডিশন 

২। উইন্ডো এয়ারকন্ডিশন

৩। ওয়াল মাউন্টেড এয়ারকন্ডিশন

৪। সিলিং এয়ারকন্ডিশন

                      চিত্র ওয়াল মাউন্টেড এসি:


ওয়াল মাউন্টেড এয়ারকন্ডিশন:

সে সকল এয়ারকন্ডিশন গুলো দেওয়ালে উপরের অংশে স্থাপন করা হয় তাকে ওয়াল মাউন্টেড এয়ারকন্ডিশন বলে।

ওয়ালমাউন্টেড এসিগুলো দাম তুলনামূলক কম হওয়ার কারণে অন্যান্য এয়ারকন্ডিশন এর চেয়ে ওয়াল মাউন্টেড এয়ারকন্ডিশন ব্যাবহার সবচেয়ে বেশি দেখা যায়।

                      চিত্র পোর্টেবল এসি:

পোর্টেবল এয়ারকন্ডিশন:

সাধারণত যে সকল এয়ারকন্ডিশন গুলো খুব সহজে যেখানে সেখানে স্থানান্তর করে ব্যবহার করা যায় তাকে পোর্টেবল এয়ারকন্ডিশন বলে।


পোর্টেবল এয়ারকন্ডিশন গুলো স্থানান্তর সুবিধা

বিবেচনা করে ডিজাইন করা হয়। বিয়ে বাড়ি, মিটিং সমাবেশ, অল্প পরিসরে ব্যাবহারের জন্য ব্যাবহার করা হয়।

                         চিত্র উইন্ড্রো এসি:


উইন্ডো এয়ারকন্ডিশন:

সে সকল এয়ারকন্ডিশন গুলো জানালার ফাঁকা উপস্থাপন করা হয় তাকে উইন্ডো এসি বলে।

যে সকল জায়গার অনেক মানুষ একসাথে মিলিতভাবে কাজ করে। অথবা বিশাল জায়গা মিলে হল রুম যেখানে মিটিং সমাবেশ করা হয় সেখানে উইন্ডো এসি ব্যবহার করা হয়। 

                       চিত্র সিলিং এসি:


সিলিং এয়ারকন্ডিশন:

সে সকল এয়ারকন্ডিশন গুলো সিলিং এর মধ্যে স্থাপন করা হয় তাকে সিলিং এয়ারকন্ডিশন বলে।


 অফিসে আদালতে সৌন্দর্য ঠিক রাখতে এ ধরনের এসি ব্যবহার প্রচলন রয়েছে। এ ধরনের এসি কিছুটা ব্যয়বহুল হয়ে থাকে তাই বাসা বাড়িতে এর ব্যবহার নেই বলেই চলে।

Post a Comment