ইলেকট্রিক্যাল ক্যাবল সাইজ নির্ণয় ১০০% নির্ভুল ও সহজ পদ্ধতি
ইঞ্জিনিয়ারিং ভাষায় আদর্শ নিয়মে ক্যাবল সাইজ নির্ণয়ের সহজ সমাধান। আজকের এই পোস্টের মাধ্যমে ক্যাবল সাইজ ক্যালকুলেশন সম্পর্কে সম্পূর্ণ বিস্তারিত আলোচনা থাকছে যা আপনাদের একটু হলেও উপকারে আসবে। তাই সম্পূর্ণ পড়ার জন্য অনুরোধ রইল।
ক্যাবল সাইজ নির্ণয় তিনটি বিষয়ের উপর নির্ভর করে যেমন:
১। লোড ক্যালকুলেশন।
২। তারের ভোল্টেজ ড্রপ।
৩। পারিপার্শ্বিক তাপমাত্রা।
এই তিনটি ধাপ অনুসরন করে সঠিক নিয়মে ক্যাবল সাইজ নির্বাচন করব।
লোড ক্যালকুলেশন কি:
যে
জায়গার জন্য ক্যাবল নির্বাচন করব ওই জায়গায় ব্যবহৃত সকল ইলেকট্রিক্যাল
ডিভাইস এর Watt গুলো যোগ করতে হবে। এই পদ্ধতিকে লোড ক্যালকুলেশন বলে।
মনে করি” একটি আবাসিক ভবনে 50 টি 20 Watt লাইট আছে, 40 টি 80 Watt ফান আছে ও একটি 1Hp মোটর আছে। তাহলে লোডের পরিমাণ হবে।
50*20=1000 Watt
40*80=3200 Watt
আমরা জানি 1 Hp=746 Watt
সবগুলো লোড যোগ করলে,
1000+3200+146= 4946 Watt
আমরা
জানি যে নিত্য নতুন হোম অ্যাপ্লায়েন্স ইন্সটলের ফলে এক সময় লোড বেড়ে
যায়। ফলে অতিরিক্ত লোডের কারণে ক্যাবল পরিবর্তন করার প্রয়োজন হতে পরে। এই
সমস্যা থেকে বাঁচার জন্য নিরাপত্তার বিবেচনায় 20% Extra যোগ করতে করবো।
4946*20÷100=989.2 What
4946+989.2=5935.2 What
1φ পাওয়ার সূত্রমতে
P=VI COS θ
I=P÷V COS θ
I=5935.2÷230*0.85
I=21.93 A3φ পাওয়ার সুত্রমতে
P=√3*VI COS θ
I=P÷(√3×V COS θ)
I=5935.2÷(√3*400*0.85)
I= 10.78 A
প্রতিটি
কন্ডাক্টরের মধ্য দিয়ে বিদ্যুৎ প্রবাহের সময় কিছু পরিমাণ ভোল্টেজ লস
হয়। তাকে ভোল্টেজ ড্রপ বলে। ভোল্টেজ ড্রপ নির্ভর করে কন্ডাক্টর মেটেরিয়াল
ও ক্যাবল সাইজ এর উপর।
Cable Size Chart এর ভিতর ভোল্টেজ ড্রপের মান দেওয়া থাকে।যেহেতু আমদের 1φ লোড কারেন্ট পেয়েছি 21.93 A
এখন আমরা লোড চার্ট থেকে ক্যাবল সাইজ সিলেক্ট করব।
তবে মনে রাখবেন সাইজ সিলেক্ট করার সময় লোড কারেন্টের চেয়ে কম এম্পিয়ার সিলেক্ট করা যাবে না। সমান বা বেশি নিতে হবে।
তাই
26A 4mm2 ক্যাবল টি সিলেক্ট করবো। এর ভোল্টেজ ড্রপ 11 মিলি ভোল্ট/ মিলি
অ্যাম্পিয়ার। mV/mAকে VA করতে 1000 দিয়ে ভাগ করতে হবে 11÷1000=0.011VA
ভোল্টেজ ড্রপ VD=VA*21.93*(ক্যাবল দূরত্ব মিটার)
আমরা ক্যাবল দূরত্ব ধরলাম 20 মিটার।
VD=0.011*21.93*20
VD=4.82
সর্বোচ্চ গ্রহণযোগ্য ভোল্টেজ ড্রপ ভোল্টেজের 2.5% হলে 230 ভল্টের জন্য 230*2.5÷100= 5.75
যেহেতু
আমাদের ভোল্টেজ ড্রপ গ্রহণযোগ্য ভেলুর কম আছে VD=4.82 সেহেতু এই 4mm2
ক্যাবল ব্যবহার করতে পারবো যদি বেশি হতো তাহলে ক্যাবল লোড চার্ট থেকে এর
চেয়ে বেশি সাইজের ক্যাবল টি নিতে হতো অর্থাৎ 6mm2 ক্যাবলে নিতে হতো যেহেতু
আমদের ভোল্টেজ ড্রপ এর মান কম আছে তাই 4mm2 ক্যাবল টি ব্যাবহার উপযোগী।
তবে এখন আমরা আরেকটি ধাপে টেস্ট বাকি আছে। তা হলো পারিপার্শ্বিক তাপমাত্রা টেস্ট।
ক্যাবল
যে মাধ্যমে ওয়ারিং করা হবে ওই মাধ্যমে তাপমাত্রা কে পারিপার্শ্বিক
তাপমাত্রা বলে। সাধারণত কন্সিল্ড কন্ডুইট ওয়ারিং এর জন্য পারিপার্শ্বিক
তাপমাত্রা 45° ধরা হয়। 45° এর জন্য Correction Factor- 0.79
যেহেতু আমদের কারেন্ট ছিল 21.93
তাপমাত্রা আমদের ক্যাবল টি ফেল করেছে এই ক্যাবল টি ব্যাবহার করতে পারবনা।
তাই আমরা পরবর্তী ধাপে ক্যাবল নিরাচন করবো
6mm2 34A ক্যাবল টি ব্যাবহার করবো।যদি 34A কে টেস্ট করি 34÷0.79=26.86
যা 21.93 চেয়ে বেশি তাহলে এই লোডের জন্য আমরা 34A 6mm2 ক্যাবল টি নির্বাচনী করবো।
dddddddddddddddddffffffff
Post Comment