×

বৈদ্যুতিক ক্যাবল জয়েন্ট কত প্রকার ও কি কি বিস্তারিত আলোচনা

বৈদ্যুতিক তারের জয়েন্ট পরিচিতি ও প্রকারভেদ।
তারে জয়েন্ট প্রধানত ৬ প্রকার যথা:

১। পিগটেইল জয়েন্ট (Pig Tail Joint)
২। ডুপ্লেক্স জয়েন্ট (Duplex Joint)
৩। ডুপ্লেক্স টি জয়েন্ট (Duplex Tee Joint)
৪। ওয়েস্টার্ন ইউনিয়ন জয়েন্ট (Western Union Joint)
৫। ব্রিটানিয়া জয়েন্ট (Britannia Joint)
৬। ম্যারেড জয়েন্ট (Married Joint)

পিগটেইল জয়েন্ট কি:

সাধারণত হালকা ও চিকন ক্যাবল জয়েন্ট এর ক্ষেত্রে পিগটেইল জয়েন্ট করা
হয়। এই জয়েন্টের জন্য দুইটি ক্যাবলের ৩০ থেকে ৩৭ মিলিমিটার পরিমাণ
ইনসুলেশন সরিয়ে দুটি ক্যাবলের ভিতরের ওয়্যার গুলো একই দিকে রেখে একত্রে
প্যাঁচানো হয়। সুন্দরভাবে ওয়্যার প্যাঁচানোর শেষে হলে ২০ সে.মি. পরিমাণ
রেখে বাকি অংশ কেটে ফেলে টেপিং করতে হবে।

পিগটেইল জয়েন্ট চিত্রঃ

ডুপ্লেক্স জয়েন্ট কি:

দুই
কোর বিশিষ্ট ক্যাবল সাধারণত ডুপ্লেক্স জয়েন্ট করা হয়। এই জয়েন্টের জন্য
একটি কোর ৭৫ মি.মি. ও একটি কোর ৩৮ মি.মি. করে ইনসুলেশন রিমুভ করতে হবে।
এবং অন্য ক্যাবল টি একই নিয়ম ইনসুলেশন রিমুভ করতে হবে। এর পর ক্যাবল দুটি
আড়াআড়ি রেখে চিত্র অনুযায়ী জয়েন্ট করতে হবে। এর পর টেপিং করতে হবে।

অনেকের প্রশ্ন জাগতে পারে ডুপ্লেক্স জয়েন্টে কেন কেবল ছোট বড় করে জয়েন্ট করে।
কেবল ছোট বড় করে জয়েন্ট করার কারণ হচ্ছে যদি কখনো ইনসুলেশন টেপ সরে যায় তাহলে কোন প্রকার শর্ট সার্কিট হওয়ার সম্ভাবনা থাকে না।

ডুপ্লেক্স জয়েন্ট চিত্রঃ

ডুপ্লেক্স টি জয়েন্ট কি:

দুই
কোর বিশিষ্ট ক্যাবলের যখন শাখা লাইনের প্রয়োজন হয়। অর্থাৎ লাইনের মাঝখান
থেকে আরেকটি লাইন সংযোগ দেওয়ার প্রয়োজন হয়। তখন ডুপ্লেক্স টি জয়েন্ট
করা হয়। এক্ষেত্রে চিত্রের নিয়ে নিয়ম অনুযায়ী একটা কোর থেকে আরেকটা করে
একটু দূরে ইন্সুলেশন রিমুভ করে জয়েন করতে হবে। এবং টেপিং করতে হবে।

ডুপ্লেক্স টি জয়েন্ট চিত্রঃ

ওয়েস্টার্ন ইউনিয়ন জয়েন্ট কি:

মোটা
ও শক্ত ক্যাবল ওয়েস্টার্ন ইউনিয়ন জয়েন্ট করা হয়। দুইটি ক্যাবল ৬০
সে.মি. থেকে ৭৫ সে.মি. ইন্সুলেশন রিমুভ করে দুইটি ক্যাবল কে আড়াআড়ি রেখে
চিত্রের নিয়ম অনুযায়ী প্যাঁচাতে হবে এবং ভালোভাবে প্যাঁচানো শেষ হলে
টেপিং করতে হবে।

ওয়েস্টার্ন ইউনিয়ন জয়েন্ট চিত্রঃ

ব্রিটানিয়া জয়েন্ট কি:

সাধারণত অ্যালুমিনিয়াম
স্ট্যান্ডেড ও তামার তার ব্যবহৃত ওভারহেড উচ্চ টানের লাইনগুলোতে
ব্রিটানিয়া জয়েন্ট করা হয়। তবে স্ট্যান্ডেড পরিবাহীর চেয়ে সলিড
পরিবাহীর ক্ষেত্রে ব্রিটানিয়া জয়েন্ট ব্যবহার বেশি হয়ে থাকে। দুটি তারের
৭৫ সে.মি. থেকে ১০০ সে.মি. খুব ভালোভাবে পরিস্কার করে নিতে হবে। উভয়
তারের দুই প্রান্তে সমকোণে বাকাতে হবে। যাতে টানে খুব সহজেই খুলে আসছে না
পারে।
দুটি তারকে চিত্র অনুযায়ী একটির উপর আরেকটি স্থাপন করতে হবে এবং বাইনিং তার দিয়ে খুব টাইট করে তার প্যাঁচাতে হবে।

ব্রিটানিয়া জয়েন্ট চিত্রঃ

ম্যারেড জয়েন্ট কি:

অ্যালুমিনিয়াম
বা তামার স্ট্যান্ডেড তার ক্ষেত্রে ম্যারেড জয়েন্ট করা হয়। উচ্চ টান সহন
ক্ষমতার জন্য এই জয়েন্টের একটি অন্যতম বৈশিষ্ট্য সাধারণত হাই ভোল্টেজ
উচ্চ টান লাইন গুলোতে এই জয়েন্ট করা হয়। ম্যারেড জয়েন্টের জন্য উভয়
তারের স্ট্যান্ডেড গেজগুলো একটির পরে আরেকটি নেটের মত সাজিয়ে চিত্র
অনুযায়ী প্যাঁচাতে হয়।

ম্যারেড জয়েন্ট চিত্রঃ
তারের জয়েন্ট স্যালারিং করার উদ্দেশ্য কি?
ক্যাবল জয়েন্ট সুবিধা কি:
১। জয়েন্টের স্থানে যাতে কোন প্রকার লুজ কানেকশন হতে না পারে।
২। জয়েন্টের স্থানে বিদ্যুৎ পরিবাহিতা অন্য স্থানের মত বিদ্যমান থাকে।
৩। জয়েন্ট অনেক শক্ত মজবুত হয়।
৪। টানের ফলে জয়েন্ট ছুটে আসতে না পারে।
৫। জয়েন্ট অনেক দীর্ঘস্থায়ী হয়ে থাকে।ক্যাবল জয়েন্ট এর ধাপ কয়টি:
একটি আদর্শ জয়েন্টের পাঁচটি ধাপ রয়েছে যা নিচে দেওয়া করা হলো:
১। ক্যাবল এর আবরণ সরানো।
২। ভালোভাবে ভিতরের কন্ডাক্টর পরিষ্কার করা।
৩। সুন্দর ভাবে জয়েন্ট করা
৪। সোল্ডারিং করা।
৫। টেপিং করা।

dddddddddddddddddffffffff

2 comments

comments user
IFKjbfMZx

wLWFmsujXtrh

comments user
ImQkqgLEtOfeNs

dKDvixnyMEue

Post Comment

Privacy Policy Contact Us About E-Maill WhatsApp Call

Copyright ©2024 Powered by falgunweb.com