রিলে কেন ল্যাচিং করা হয় ও রিলে ল্যাচিং করার প্রয়োজনীয়তা বিস্তারিত আলোচনা
আমরা বিভিন্ন লোড পরিচালনা করার জন্য রিলে ব্যবহার করে থাকি। তবে অটোমেশন কাজ কে সহজ করতে রিলে ল্যাচিং ব্যবহার করি। উপরে ৫ ভোল্ট একটি রিলের মাধ্যমে ল্যাচিং একটি চিত্র দেওয়া হয়েছে।
রিলে ল্যাচিং কি:
পুশ বাটন সুইচ পুশ করলে রিলেকে তার নিজ NO এর মাধ্যমে নিজেই অন হয় এবং আউটপুট পাওয়ার দ্বারা ছোট ছোট লোড যেমন: লাইট, রিলে, টাইমার, ম্যাগনেটিক কন্ডাক্টর চালু করার কাজে ব্যবহার করা হয়। বন্ধ করার প্রয়োজন হলে আবার অফ পুশ বাটন সুইচ এর মাধ্যমে অফ করা যায় তাকে রিলে ল্যাচিং বলে।
এছাড়াও বড় ধরনের সার্কিটে ম্যাগনেটিক কন্ডাক্টর এর অক্সিলারি হিসাবে কাজ করে তখন তাকেও রিলে ল্যাচিং বলা হয়ে থাকে।
ধরুন আপনি অনেক বড় একটা কন্ট্রোল সার্কিট তৈরি করবেন পুশ বাটনে পুশ করার ৫ সেকান্ড পর ম্যাগনেটিক কন্ডাক্টর অন হবে এখানে ম্যাগনেটিক কন্ডাক্টর অন হওয়ার পূর্বে টাইমার এর পাওয়ার ধরে রাখে ম্যাগনেটিক কন্ডাক্টর অন হতে রিলে সাহায্য করে এটাকেই রিলে ল্যাচিং বলে।
টাইমিং নির্ভর যোগ্য যেকোনো সার্কিট পরিচালনার জন্য রিলে ল্যাচিং অত্যন্ত গ্রুপপূর্ণ।
dddddddddddddddddffffffff
1 comment