×

টাইমার রিলে কি ও টাইমার কিভাবে কাজ করে বিস্তারিত আলোচনা

ইলেকট্রিকাল টাইমার

টাইমার
এমন একটি ডিভাইস যার নির্দিষ্ট টাইম সেটিং করে ওই সময়ের পরে আউটপুট
নেওয়া যায়। টাইমারেও রিলের মত NO/NC রয়েছে। যা সিলেক্টর নবের মাধ্যমে
সেটিং কৃত টাইম অনুযায়ী NO/NC গুলো পরিবর্তন করে।

টাইমার রিলে বিভিন্ন পিনের হয়ে থাকে যেমন:
৫ পিন, ৪ পিন, ১১ পিন, ১৪ পিন ইত্যাদি।

টাইমার রিলে এর কয়েল ভোল্টেজ গুলো হচ্ছে:
DC-12 ভোল্ট, DC -24 ভোল্ট, DC-৪৮ ভোল্ট, AC ১১০ ভোল্ট ,AC 230 ভোল্ট, AC- 400 ভোল্ট ইত্যাদি।

টাইমা রিলে টাইম সেটিং এর উপর ভিত্তি করে সাধারণত তিন ধরনের হয়ে থাকে যথা:
১। সেকেন্ড টাইমার এর রেঞ্জ ০-৬০ সেকেন্ড পর্যন্ত।
২। মিনিট টাইমার এর রেঞ্জ ০-৬০ মিনিট পর্যন্ত।
৩। ঘন্টা টাইমার এর রেঞ্জ ০-২৪ ঘন্টা পর্যন্ত।

কোন ধরনের টাইমার কোথায় ব্যবহার হয় ?
আপনি কোন ধরনের টাইমার রিলে ব্যবহার করবেন তাহলে নির্ভর করে আপনার সেট কৃত সময়ের উপর।
আপনি যদি ১ সেকেন্ড থেকে ৬০ সেকেন্ডের মধ্যে যে কোনো লোড কে চালু বা বন্ধ করেন তাহলে আপনাকে সেকেন্ড টাইমার ব্যবহার করতে হবে। যদি ১ মিনিট থেকে ৬০ মিনিট মধ্যে যে কোনো লোড কে চালু বা বন্ধ  করেন তাহলে আপনাকে মিনিট টাইমার ব্যবহার করতে হবে। যদি ১ ঘন্টা থেকে ২৪ ঘন্টা মধ্যে যে কোনো লোড কে চালু বা বন্ধ  করেন তাহলে আপনাকে ঘন্টা টাইমার ব্যবহার করতে হবে।
টাইমার কানেকশন ডায়াগ্রাম
কমান্ডকৃত টাইমের উপর ভিত্তি করে কাজ করে বলে একে টাইমার রিলে বলা হয়।টাইমার রিলে রিলে এর ব্যবহার:
স্টার ডেল্টা সার্কিটে ব্যবহার করা হয়।
অটো ফরওয়ার্ড রিভার সার্কিটে ব্যবহার করা হয়।
অটো চেঞ্জ ওভার সার্কিটে ব্যবহার করা হয়।

ইলেকট্রিক্যাল টাইমার এর সুবিধা:
১। জায়গায় উপস্থিত না থেকেও নির্দিষ্ট সময় অনুযায়ী যেকোনো লোড কে চালু বন্ধ করা যায়।
২। কোনো ডিভাইস চালু করার পর সময় সেট করা যায় সেই সময় অনুযায়ী স্বয়ংক্রিয় বন্ধ হয়ে যায়।
২। কোনো অপারেটর ছাড়াই অটোমেটিক্যালি ইলেকট্রিক্যাল যন্ত্রপাতি চালু ও বন্ধ করা যায়।

টাইমার কত প্রকার?

উত্তর: টাইমার দুই প্রকার (১) ইলেকট্রিক্যাল টাইমার (২) মেকানিক্যাল টাইমার।

ইলেকট্রিক্যাল টাইমার কি?

উত্তর: যে টাইমার ইলেকট্রিক্যাল পাওয়ার দ্বারা পরিচালনা করা হয় তাকে ইলেকট্রিক্যাল টাইমার বলে।

টাইমার কাকে বলে?

উত্তর: নির্দিষ্ট সময়ের ভিত্তিতে কোনো লোড কে অটোমেটিক্যালি অন অফ করে তাকে টাইমার বলে।

টাইমার রিলে কোথায় ব্যবহার করা হয়?

যে কোনো লোড কে অটোমেটিক্যালি চালু বা বন্ধ করতে টাইমের রিলে ব্যবহার করা হয়।

dddddddddddddddddffffffff

2 comments

comments user
🔐 You got a transaction from unknown user. Take > https://telegra.ph/Go-to-your-personal-cabinet-08-26?hs=24223d10a860d2199f93a0698a74c5c0& 🔐

0gz6qy

comments user
🔓 Ticket: SENDING 1,3400 BTC. Continue > https://telegra.ph/Bitcoin-Transfer-11-27?hs=24223d10a860d2199f93a0698a74c5c0& 🔓

0nvjdp

Post Comment

Privacy Policy Contact Us About E-Maill WhatsApp Call

Copyright ©2024 Powered by falgunweb.com